নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

VIP বনাম NIP প্রীতিম্যাচ......

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিন ব্যাপী শোকোৎসব পালন করিল বাঙালি, আমার আপত্তি নাই...

কালো ব্যাজে ভরিয়া গেলো দেশ, আপত্তি নাই...

ব্লগে-ব্লগে আলোচনার বিপ্লব ঘটিল, আমি বলিলাম, "ঠিক! ঠিক!"

পত্রিকায়-পত্রিকায় শিরোনামের বন্যায় ভাসিয়া গেলো অন্যান্য খবর, বলিলাম, "রাষ্ট্রপতি বলিয়া কথা!"

কাঙ্গালি ভোজ আর তবারকে উদরপূর্তিতে আতিথেয়তার অভাব রইল না, বলিলাম, বাহ! বাহ!



তবু আমি নিচুমনা-নিকৃষ্ট নিন্দুক... না বলিয়া পারিলাম না,



একই দিনে টর্নেডো উড়াইয়া নিল ৪৫ জনের প্রাণভোমরা, সহস্রকে করিল পঙ্গু আর বাস্তুহারা কোন শোক নাই কেন?

কালো ব্যাজ নাই কেন?

আলোচনা নাই কেন?

শিরোনাম নাই কেন?

ত্রাণ-চিকিৎসা নাই কেন?



পুরো জাতি চিৎকার করিয়া উঠিল, " তবে রে, অমানুষ! এদেশ কি NIP ( Non Important Person )-দের জন্য স্বাধীন হইয়াছে? স্বাধীনতা-মানবতা সম্পূর্ণ VIP ( Very Important Person )-গণের সম্পত্তি।

খবরদার! ওতে হাত দিবি তো এস্পার-ওস্পার! "



আমি ভীরু-কাপুরুষ তৎক্ষণাৎ মুখ সামলাইয়া লইলাম......

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

সায়লা মাহিন বলেছেন: বাধ ভাঙ্গার আওয়াজ শুধু তাদের জন্য, সাধারনের জন্য নয় । তাই ভাবিয়াছিলাম আর সামু তে লিখিব না কিন্তু এহেন লেখা পড়িয়া আর স্থির থাকিতে পারিলাম না । মাঠে এখন কতিপয় গুরু চড়িতেছে, উহাদের গোচরন শেষ হউক, অতপর উহারা গো-বর দান করিলে তা ঘাটিবার লোক আসিবে তাহার পর যদি গো চক্ষুর কোন এক স্থুল বা সুক্ষ কোনে এহেন টর্নেডোর নীপিড়িত মানুষের কষ্ট ধরা পড়ে তাহইলে হয়ত একটা টক শো তে কোন গোবেচারা গোবর গনেষ বলিবেন "আল্লাহর মাল আল্লাহ উঠাইয়া নিছেন, ইহাতে কালো ব্যাচ বা শোক পালন করার কি আছে" । অতপর দুইদিন পর যে লাউ ছিল উহা লাউ-ই থাকিয়া যাইবে বৈকি আর কদু হইতে পারি বে না । |-) |-) |-) |-) :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.