নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

দয়া করে এড়িয়ে যাবেন না। ক্যান্সারে আক্রান্ত একজন মাকে বাঁচাবার জন্য জরুরি A+ রক্ত ও আর্থিক সাহায্য প্রয়োজন।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

ক্যান্সারে আক্রান্ত একজন মা কে বাঁচানোর জন্য জরুরি A+ রক্ত প্রয়োজন।

এবং তাঁর চিকিৎসার রক্ত ও খরচ যোগানোর সাহায্যের জন্য আপনাদের হাত বাড়িয়ে দেবার আকুল আবেদন রইল।



আপনার সামান্য কিছু সাহায্যই হয়ত একটি জীবন বাঁচাবে, এখন একজন সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারবে তার মাকে।



যোগাযোগঃ ০১৯২৮৭৩৯৬৬১ ( উদয় )



*** পোস্টটি সকলকে ব্লগ ও ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দেবার আহবান রইল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

মাহিরাহি বলেছেন: আল্লাহ আপনার মাকে সূস্থ্যতা দান করুন।

পোস্টটিকে সাময়িক স্টিকি করা হোক।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

আরমান অরণ্য লিংকন বলেছেন: ইনি আমার মা নন, আমার বন্ধুর মা। তাঁর চিকিৎসার খরচ ও রক্ত যোগার করার জন্য আমরা বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করছি। দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে হেফাজত করেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

রােশদ সুলতান তপু বলেছেন: http://www.bloodsourcebd.com এই এড্রেসে ট্রাই করেন ভাই। এখানকার বিশেষত্ব হলো- এখানে আপনি জেলা অনুযায়ী সার্চ করে নিতে পারবেন।

মাত্র কয়েখদিন আগে আমার মায়েরও রক্তের দরকার ছিল। এমন অনেককেই পেয়েছি যাদেরকে আমি আগে চিনতামই না। আল্লাহ সকল মাকে সুস্থতা দান করুন। কোন সন্তানকে যেন মায়ের রক্তের কারণে বিচলিত না হতে হয়। মা কেমন আছেন আপডেট দেবেন প্লিজ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

আরমান অরণ্য লিংকন বলেছেন: ইনি আমার মা নন, আমার বন্ধুর মা। তাঁর চিকিৎসার খরচ ও রক্ত যোগার করার জন্য আমরা বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করছি। দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে হেফাজত করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.