![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
ভবনের ভেতর আর বাহিরের মধ্যে আকাশ-পাতাল তফাত। ভবনের ভেতর লাশের গন্ধ, বাঁচার আকুতি, ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আমি আমার জীবদ্দশায়ই দোযখ দেখে ফেললাম। আল্লাহ আমাদের সহায় হন, আমরা যেন সব জীবিত মানুষকে বাঁচাতে পারি। আমাদের বিশ্রামের সময় শেষ। এখন আমরা আবার ভবনে প্রবেশ করব উদ্ধারকাজের জন্য। আগামী আট ঘণ্টার জন্য এটা আমার শেষ পোস্ট। যাবার আগে বলছি, একটু পরেই অন্ধকার নামবে। তখন প্রয়োজন হবে আলোর। যারা ত্রাণ নিয়ে সাভারে আসবেন, চেষ্টা করবেন প্রচুর টর্চের ব্যাটারি ও এয়ার ফ্রেশনার, অক্সিজেন, কাটিং টুলস নিয়ে আসার চেষ্টা করবেন। একটা সিগারেট না খেয়ে একটা ব্যাটারি কিনে পাঠান, একটা মানুষের জীবন বাচবে।
ইনশাআল্লাহ, বেচে থাকলে আট ঘণ্টা পর আবার লিখব।
ভেতরে আটকা পড়া মানুষগুলোর জন্য দোয়া করুন। ভবনের ভিতরে এরা কিভাবে আছে সে দৃশ্য আপনার কল্পনারও বাহিরে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
নিয়েল হিমু বলেছেন: ফি আমানিল্লাহ ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮
ফারজানা শিরিন বলেছেন: ফি আমানিল্লাহ ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই আপনারা দেখালেন
৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
তূর্য হাসান বলেছেন: ফি আমানিল্লাহ ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
এ সামাদ বলেছেন: ফি আমানিল্লাহ ।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
চারশবিশ বলেছেন: ফি আমানিল্লাহ ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
শ্রাবণধারা বলেছেন: অনেক দোয়া রইল ভাই, আল্লাহ আপনাদের সহায় হোক...।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
অন্তি বলেছেন: অনেক অনেক দোয়া থাকল।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
sraboni বলেছেন: ফি আমানিল্লিলাহ! ভাই আল্লাহ আপনাদের সহায় হোন
১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
হতাশ নািবক বলেছেন: অনেক দোয়া রইল ভাই, আল্লাহ আপনাদের সহায় হোক...।
১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
বন০০৭ু বলেছেন: দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন। সেলুট আপনাকে এবং আপনার টিমকে।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
বন০০৭ু বলেছেন: দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন। সেলুট আপনাকে এবং আপনার টিমকে।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
বন০০৭ু বলেছেন: দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন। সেলুট আপনাকে এবং আপনার টিমকে।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
গ্রীনলাভার বলেছেন: ফি আমানিল্লাহ।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ঢাকাবাসী বলেছেন: আপনাকে আর আপনার টিমকে আমার সশ্রদ্ধ সালাম।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
খাটাস বলেছেন: আপনাকে আর আপনার টিমকে আমার সশ্রদ্ধ সালাম।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
দুরন্ত সাহসী বলেছেন: আপনাদের শক্তি ধর্য্য আল্লাহ বাড়িয়ে দিক আরও।
সেখানে টিকে থাকা খুব কঠিন কাজ,সেই এক দম বন্ধ করা অবস্থা।যারা যায়নি তারা কল্পনার করতে পারবেনা কেমন অবস্থা।
লাশ,জীবন্তের বুক ফাটা কান্না।অর্ধ মৃত মানুষের রক্তাক্ত অবস্থা।
পারিনি দাড়িয়ে থাকতে বেশিক্ষন।
ভালোয় ভালোয় সফল ফিরে আসুন।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: ফি আমানিল্লিলাহ! ভাই আল্লাহ আপনাদের সহায় হোন ।
আর আপনার টিমকে আমার সশ্রদ্ধ সালাম।
২০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মিজভী বাপ্পা বলেছেন: দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন ভাল ভাবে আপনারা উদ্ধার কাজ করতে পারেন।
তাছাড়া ব্লগের ঘুড্ডির পাইলট ও তামিম ইবনে আমান ভাই সাভার যাচ্ছে।
২১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
ইয়ার শরীফ বলেছেন: ফি আমানিল্লিলাহ! ভাই আল্লাহ আপনাদের সহায় হোন ।
২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
নতুন বলেছেন: আপনাকে আর আপনার টিমকে আমার সশ্রদ্ধ সালাম।
২৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
অন্ধ জনা বলেছেন: ভালভাবে ফিরে আসুন। ফি আমানিল্লাহ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
পথহারা সৈকত বলেছেন: আল্লাহ আমাদের সহায় হন,