![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
গত ৪৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ করছি আমি ও আমার টিম। এর মধ্যে বিশ্রাম পেয়েছি তিন ঘণ্টা, ২ মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারিনি। কাল সারারাত আর আজ সারাদিন কাজের পর এইমাত্র ১ ঘণ্টার জন্য ভবন থেকে বের হলাম। মনে হচ্ছে, শরীরে আর একফোঁটা শক্তি নেই। আমার টিমের এক সদস্য ভোর ৪:৩০ এ অসুস্থ হয়ে পড়ায় ওকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ভোর পাঁচটায় আমাদের টিমে যোগ দিল ১৪/১৫ বছরের এক বাচ্চা ছেলে, নাম রুহুল। ক্লাস এইটে পড়ে, এতটুকু এক ছেলে গতকাল যাত্রাবাড়ী থেকে একাই এসেছে উদ্ধারকাজে যোগ দিতে। আমি ছেলেটির সাথে তেমন কথা বলার সময় পাইনি, আমাকে যোগ দেবার ইচ্ছের কথা বলতেই হাতে একটা বেলচা ধরিয়ে দিয়েছি। এখন ছেলেটার দিকে তাকিয়ে আছি, এমনও হাজারেরও বেশী মহানায়কগুলোকে পাশে পেয়েছি। ভাবছি, আমরা এখনো পশু হয়ে যাইনি। যখন একেকটা জীবিত মানুষ উদ্ধার করতে পেরেছি এত আনন্দ লেগেছে, মনে হয় কোন ঈদেও কোনদিন এত আনন্দ পাইনি। এখনো জীবিত-মৃত অনেক লোক আটকে আছে ভিতরে। ৫০০ হতে পারে, ১০০০ও হতে পারে। মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সবাই শুধু দোয়া করবেন যেন এরা বেঁচে থাকে, যেন জীবিত সবাইকে জীবিত অবস্থায়ই ফিরিয়ে আনতে পারি। আটকে পড়া মানুষগুলো দুর্বল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, বেশিরভাগই কথা বলারও শক্তি পাচ্ছেনা, অক্সিজেন দরকার, আরও টুলস দরকার, প্লিজ আপনারা এগুলো যোগার করে পাঠিয়ে দিতে ভুলবেননা। যতই সময় যাচ্ছে, মানুষগুলোর বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে। প্লিজ, নামাজ পড়ে এদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন এদের প্রাণশক্তি বাড়িয়ে দেন। শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত এদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
খাটাস বলেছেন: ইনশাআল্লাহ।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
তূর্য হাসান বলেছেন: ইনশাআল্লাহ।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন:
আল্লাহ আপনাদের এবং দুর্গতদের হেফাজত করুণ। আমিন।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
Rain_in_Sydney বলেছেন: ইন-শা-আল্লাহ... May ALLAH SWT make it easy for all of u and shower HIS Mercy upon Bangladesh ...Ameen.
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
আমি হনুমান বলেছেন: সালাম আপনাদের,
৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
সুফিয়া বলেছেন: প্রতি ওয়াক্ত নামাজশেষে দোয়া করছি ওদের জন্য, ওদের স্বজনদের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ অবশ্যই আপনাদের সবার সহায় হবেন।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
স্বপনচাষী বলেছেন: আল্লাহ যেন এদের প্রাণশক্তি বাড়িয়ে দেন, আর তোমাদের ও মনোবল আটুট রাখেন--আমিন।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
আকরাম বলেছেন: স্যালুট আপনাকে!
আল্লাহ আপনাদের এবং দুর্গতদের হেফাজত করুণ। আমিন।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
শিপু ভাই বলেছেন:
আল্লাহ আপনাদের সহায় হোন।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
মাহিরাহি বলেছেন: আল্লাহ সবাইকে বেচে থাকার তওফিক দান করুন।
আপনাদের জন্য দোয়া রইল।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫
ইফতেখার আহমেদ ইফতি বলেছেন: ইনশাল্লাহ
আপনাদের স্যালুট জানাই
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মহানায়কদের বের করার জন্য কালকে যখন মাইকিং হচ্ছিল....
বিস্ময়ে, ক্ষোভে দুঃখে স্তব্দ হয়ে গেছি!!!!!!!!
গত ৪দিন যারা জীবন, আরাম বিশ্রাম, খাবার সব ভুলে কাজ করছে- আজ সরকারের এরা কারা- বারবার মাইকে বলছিল- মাথায় সাদা কাপড় ওয়ালাদের বের করে দাও?????????????
অবশ্যই স্যালুট, সালাম এবং দোয়া আপনাদের সবার জন্য ।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইনশাল্লাহ।
আপনাদের স্যালুট জানাই।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
ল্যাটিচুড বলেছেন: স্যালুট .............।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
পথহারা সৈকত বলেছেন: ইন-শা-আল্লাহ!!