নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

তারেকের মৃত্যু সম্পর্কে আমার মন্তব্যের ওপর মন্তব্যের পর ছোট্ট একটি কথা না বলিলেই নয়।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

তারেকের ক্ষেত্রে যা হয়েছে তা এই মুহূর্তে না হলে, কোন দিনই হতো না। অনেকে তারেকের পিছনের বড় মাথার কথা বলছেন। বুঝলাম, বড় মাথা আছে। কিন্তু ভেবে দেখুন, মিল্কি হত্যার এই ঘটনা আমাদের কয়দিন মনে থাকতো? হাজারো ঘটনার মত এটাও হারিয়ে যেত আর বড় হাত তো পরের ব্যাপার, তারেক মিয়ার টিকির নাগালটাও আমরা পেতাম না। তারেক ৬ মাসের মাথায় আবার বেরিয়ে আসতো আর মিল্কির মত হয়ত আরেকটা লাশের কথা পত্রিকায় আলোচিত হতো। তারেক বেঁচে থাকলে ওর কাছ থেকে বড় মাথার নাম বেরিয়ে এসে তাকে শূলে চরানোর আশা খুব একটা উজ্জ্বল ছিল বলে আমি মনে করি না। তাই তারেকের মৃত্যুতে আমি খুব একটা শোকগ্রস্থ হইনি, বরং খুশিই হয়েছি এই ভেবে যে তারেক এখন শাস্তি না পেলে কয়েকদিন পর ওর পিছনের বড় মাথা তো পরের ব্যাপার, তারেকের নাগালও পাওয়া যেত না...

"কেউই শাস্তি না পাওয়ার চেয়ে একজন শাস্তি পাওয়াও ভাল"

"মানবাধিকার মানবজাতির জন্য প্রযোজ্য, জানোয়ারের উপর নয়"

ধন্যবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: "মানবাধিকার মানবজাতির জন্য প্রযোজ্য, জানোয়ারের উপর নয়" -
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him. - এটা কার কথা ভাই। দারুন অনুপ্রেরণাদায়ক।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

আরমান অরণ্য লিংকন বলেছেন: ছোটবেলায় একটি ম্যাগাজিনে পড়েছিলাম। সেই থেকে কথাটি আমার জীবনের মোরাল। কে বলেছেন তা আমার মনে নেই। :-)

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

এন ইউ এমিল বলেছেন: ঠিকি কইছেন

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

শরিফ নজমুল বলেছেন: কিনতু এটা কি একজন জনোয়ারের শাস্তির জন্য করা হয়েচে নাকি আরো বড় জানোয়ারকে রক্ষা করবার জন্য করা হয়েচে সে প্রশ্ন অমিমাংসিত রয়ে গেল।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

আরমান অরণ্য লিংকন বলেছেন: এই মীমাংসার সমাধানের আশায় বসে থাকলে সাগর-রুনির ঘটনার মত সব কিছুদিনের মাথায় হজম হয়ে যেত।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

আহলান বলেছেন: যারা মরছে তাদের জন্য আপসুস নাই ... শোকর করা দরকার। এমন আরো ঘটলে সবাই সতর্ক হবে .... গড ফাদাররা গডগিরি করার লোক পাবে না ...

৬| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

অেসন বলেছেন: আমি ক্রসফায়ারের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে মনে হয় এর চাইতে ভাল কোন বিকল্প হয়তো ছিল না। যারা মনে করেন, তারেকের তথ্য মোতাবেক অনেক রাঘব-বোয়াল বা গডফাদারের নাম পাওয়া যেত এবং গ্রেফতার করা
যেতো, তারা বোকার স্বর্গে বসবাস করে। নাম পাওয়ার দরকার নেই, নাম পুলিশ জানে কিন্তু গ্রেফতার করা যাবে না। এটাই বাংলাদেশের বাস্তবতা।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

আতিকুল০৭৮৪ বলেছেন: Agreed with all comments specially no.6

৮| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনার যুক্তির উপর ভর কইরা র্যাব পরিপুষ্ট হইয়াছে। এখন ক্রসফায়ার গুমের পর্যায়ে উণ্ণীত হইয়াছে। তাৎক্ষনিক মুক্তি কোন সমাধান নয়। শেকড় সহ উপড়াতে হলে গডফাদারদের মুখোশ উম্মোচন হওয়া জরুরী। টাকার বিনিময়ে কিলার পাওয়া কোন ব্যাপার না, গডফাদারদের বিচার না হলে এমন হাজার তারেকের জন্ম হবে, এদের মাইরা সাফ করার আগে বহু মিল্কীকে তারা সাফ কইরা ফেলবে।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

আরমান অরণ্য লিংকন বলেছেন: আপনার জন্য ৬ নম্বর কমেন্ট যথেষ্ট বলিয়াই মনে হইতেছে। আশা করি উক্ত স্থান হইতে উত্তর সংগ্রহ করিয়া লইবেন, ধন্যবাদ।

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

সাবু ছেেল বলেছেন: সুন্দর একটি লেখার জন্য লেখককে অনেক ধন্যবাদ।ছাগু দলের কিছু নাট-বল্টু অলরেডি তাদের পুটকি নাচানো শুরু করে দিয়েছে!!

তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারেক তাদের মা দের ...তার লাগে!!

১০| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

মুক্তভাষা২০১২ বলেছেন: দুঃখিত লেখক! অপরাধী সৃষ্টি হওয়ার মূল সমস্যা টির সমাধান না হলে তারেক বা মিল্কিদের সংখ্যা কখনো কমবেনা। এই ক্রস ফায়ার তাই উপকারের চেয়ে অপকার করবে বেশি, তা হলো, এক ধরণের বিশৃঙ্খল বিচার করার ইচ্ছা জন্মাবে অনেকের মাঝে, যাতে করে যে কেউ তার খুশিমত আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহী হবে। তারেক রা যে ভয়াবহ মাত্রার অপরাধী, এসব ক্রস ফায়ার তাদের স্পর্শ করবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.