নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

মাওলানা ভাসানি স্মরনেঃ ভাতশালিক, অতিথি পাখি ও জনৈক সচেতন দেশপ্রেমিকের সাথে আমার ছোট্ট একটি ইন্টার্ভিউ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

আমিঃ নেলসন ম্যান্ডেলার কথা মনে আছে?

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ হ্যাঁ, কয়েকদিন আগে তো অমুকখানে তাঁর মৃত্যুর শোকসভা থেকে তবারক খেয়ে আসলাম।



প্রশ্নঃ চে গুএভেরা...?

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ ঐ মিয়া, মজা নেন? দেখেননা, টি-শার্টে কার ছবি নিয়া ঘুরতাসি!



আমিঃ সরি ভাই, ভুল হয়ে গেছে, মাও সে তুং, কার্ল মার্কস ?

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ হাহাহাহা, ভাই আপনি কি মজা নিচ্ছেন? উনাদের সবার জীবনী আমার মুখস্থ।



আমিঃ সরি বস, মাইন্ড কইরেন না। এবার তাইলে দেশের একজন কিংবদন্তী নেতা.....

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ শেখ সাহেব নাকি মেজর জিয়া ?



আমিঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ অ্যাঁ......



আমিঃ চিনেন তো, নাকি?

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ নাম তো শুনসি... কিন্তু...



আমিঃ আজ যে উনার জন্মদিন জানেন?

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ অ্যাঁ...... ভাই, আজকে আর সময় নাই। ফিদেল কাস্ত্রোর স্মরণে একটা প্রোগ্রামে যেতে হবে। এখন উঠি......



আমিঃ বস, উত্তরটা তো দিলেন না...

জনৈক সচেতন দেশপ্রেমিকঃ দ্রুতপদে স্থান ত্যাগ।



আমি চুপচাপ রাস্তার ওপাড়ের সাজনা গাছটায় তাকালাম। সেখানে এক জোড়া ভাতশালিক, আমি চোখ ফিরিয়ে ঐ দূর আকাশের অতিথি পাখিদের উড়ে যাওয়া দেখতে লাগলাম বিমুগ্ধ হয়ে।



পরিশেষেঃ শুভ জন্মদিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। হাত জোর করে ক্ষমা চাই, প্লিজ আমাদের এই অকৃতজ্ঞ জাতিকে ক্ষমা করে দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ব্রিটিশ এর সিংহাসন যার দাপটে ভেঙ্গে হল চুরমার
মজলুম নেতার অগ্নিতেজে
যালিম যুলুমের বিরুদ্ধে যিনি বিপ্লবী হংকার
আজও তার কণ্ঠসুর হৃদয়ে বাজে ।।
জানাই তার জন্মদিনে
তার জান্নাতি আত্মায় সশ্রদ্ধ ছালাম

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: মাওলানা আব্দুল হামিদ খান ভাসান , হাত জোর করে ক্ষমা চাই, প্লিজ আমাদের এই অকৃতজ্ঞ জাতিকে ক্ষমা করে দিন।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

নতুন বলেছেন: আমাদের ভন্ডামীটা একটা শৌল্পিক পযায়ে চলে যাচ্ছে... :(

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

ইমরান-উল-ইসলাম বলেছেন: শুভ জন্মদিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। হাত জোর করে ক্ষমা চাই, প্লিজ আমাদের এই অকৃতজ্ঞ জাতিকে ক্ষমা করে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.