নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

তারুণ্য ও বিজয়...

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

প্রজন্ম চত্বরে টানা ৩দিন স্লোগান দিতে দিতে গলার স্বর ভেঙ্গে গিয়েছিল, সেদিন বুঝিনি। আজ বুঝতে পারছি আমার মতো লাখো ভাঙ্গা গলার স্লোগানের শক্তি। তারুণ্যের সেই ভাঙ্গা গলার স্বর আজ কসাইয়ের দুই আঙ্গুল তাঁর পশ্চাৎদেশে ঢুকিয়ে দিয়েছে। আমরা জিতেছি, জয় আমাদেরই হয়েছে, আরও এগিয়ে যেতে হবে অনেক দূরে, অনেক সামনে.....



জয় বাংলা, জয় তারুণ্য, জয় প্রজন্ম, জয় গণজাগরণ......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: ৪২ বছর পর, ৫৫ হাজারের মাঝে ভয়ানক একজনের শাস্ত হয়েছে সঠিক মতো।

তবে, আপনারা যারা অকাজে গলা ফাটায়েছেন, তদের জন্য কোন সন্মান নেই; আপনারা অকাজে ব্যবহৃত হয়েছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

আরমান অরণ্য লিংকন বলেছেন: আমরা যখন গলা ফাটাইনি তখন কাদের দুই আঙ্গুল তুলে ভিক্টরি চিহ্ন দেখিয়েছিল, ভুলে গেছেন? আমাদের গলা ভেঙ্গেছি বলেই আজ সেই আঙ্গুল কেটে দেয়া হল।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

বিচার সঠিক মতো হয়েছে, ফাঁসী হয়েছে; মোল্লা বেকুব ছিলো তাই V চিহ্ন দেখায়েছিল।
আমি আপনাদের ভালো ভুমিকা দেখিনি।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পাঠকের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু এটা হল আগুন পোস্ট। আগুন পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.