![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
আশফাকি নিপুনের ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ একটি কথা, আমার ব্লগে প্রকাশ করলাম।
কথাটিঃ
" এই দেশ এক ইঞ্চিও আগায় নাই। আমরা মুখে ৭১ এ দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর কথা বলে রক্ত গরম করি, আবার সেই রক্ত গরম করেই বিরুদ্ধমতের নারীর উপর প্রবল শক্তিতে ঝাঁপিয়ে পড়ি। পড়ি তো পড়িই আবার সেই পড়াকে যৌক্তিক আবরণ দেয়ার চেষ্টাও করি এই বলে যে মতিয়া চৌধুরীর উপরেও তো একসময় আক্রমণ হয়েছিল! শিক্ষিত তরুন সমাজই এই জায়েজকরণের কাজটা করে! পাকিস্তানে মালালার উপর তালেবানী হামলার পিছনে তো ধর্মীয় মৌলবাদ দায়ী ছিল, আমাদেরগুলা কে কোন মৌলবাদ বলব? আমরা কি পাকিস্তানকেও হার মানাব এই সব করে? "
পরিশেষে আমি বলতে চাই, এদেশে যতদিন এই দলীয় অন্ধ সমর্থন বন্ধ হবে না, ততদিন আমরা বেড়াজাল ভেঙ্গে এগুতে পারবও না।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত।