![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
আমাদের নতুন প্রজন্মের অনেকেই একুশে ফেব্রুয়ারির আসল ইতিহাস জানেনা। এটা আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক, তবে এই দোষ নতুন প্রজন্মের না, এই দোষ আমি অভিভাবক ও শিক্ষকদের ওপর দিব। নতুন প্রজন্ম জানেনা কারণ তাদের জানানো হয়নি। জ্ঞান অর্জনের মতো জ্ঞান প্রদানও একটি দায়িত্ব। আমরা আমাদের মৌলিকত্ব, আমাদের পরিচয় নিয়ে উদাস বলেই আজ এই অবস্থা।
যাইহোক, ফেসবুকে-টিভিতে তাদের অজ্ঞতা সংক্রান্ত ভিডিও দেখে হাসি-তামাশা করে এর সমাধান হবেনা। এর সমাধান আমাদের হাতেই, আমরা চাইলেই এই ভয়ংকর সমস্যার সমাধান করতে পারি। এর জন্য প্রথমে আমরা যারা আসল ইতিহাস জানি তাদের দায়িত্ব নিতে হবে এই ইতিহাস যারা জানেনা তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার। অভিভাবকগন যদি তাঁদের সন্তানদের তাঁদের সন্তানদের ঘুম পাড়ানি গল্প হিসেবে এই ইতিহাস শোনান, আমাদের শিশুরা এই ইতিহাসকে বুকে নিয়ে বেড়ে উঠবে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কোচিংগুলোয় যদি বছরে একদিন একটি ক্লাসে এই ইতিহাস নিয়ে আলোচনা করা হয়, আমি নিশ্চিত ছাত্রছাত্রীদের জিপিএ কমে যাবেনা, বরং আমাদের তরুণ প্রজন্ম জানবে কি আমাদের পরিচয়, আমরা কারা, আমাদের ইতিহাস, আমাদের গর্ব।
আসুন, আমরা ছড়িয়ে দেই আমাদের ইতিহাস......
আমাদের একটু সচেতনতাই পারে সমগ্র জাতিকে এই লজ্জা থেকে মুক্তি দিতে।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
তাসজিদ বলেছেন: আসলে বাচ্চারা কাদা মাটির মত। তাদের যা শেখানো যায়, তাই তারা শিখে।
তাদের সঠিক ইতিহাস জানাতে হবে। জানাতে হবে ৪৭,৫২, ৬৯, ৭১ এর কথা।
তাদের কে বোঝাতে হবে দেশ কি, মাটি কি, মা কি।
দেশের কাদা মাটির জন্য যে কি ভয়ানক টান তা যদি না তারা বোঝতে পারে কিংবা আমরা বোঝাতে সক্ষম না হই তাহলে এর জবাবদিহিতা আমাদের করতেই হবে।