নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান অরণ্য লিংকন

আরমান অরণ্য লিংকন

আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon

আরমান অরণ্য লিংকন › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তনঃ অন্যকে নয়, নিজেকে আগে বদলানো প্রয়োজন।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

আমরা বাঙ্গালীরা এমনি এক রহস্যময় অদ্ভুদ প্রাণী যে কোন চিড়িয়াখানায় আমাদের রেখে দিলে পুরো বিশ্ব আমাদের দিকে এত অবাক হয়ে চেয়ে রবে যতটা না কোন এলিয়েনের দিকে তাকাবে।

চেতনা আমাদের সবচেয়ে বড় নাটক, আমরা আর কিছু না পারলেও চেতনা ধুয়ে পানি খেতে ওস্তাদ। চেতনা সমৃদ্ধ বাণীপ্রদানকারী মনিষীর সংখ্যা এদেশে অতিমাত্রায় বেশি হলেও বাস্তবায়নকারীর সংখ্যা নেহাতই নগণ্য।



আমরা আরেকটা কাজও ভালই মনোযোগ সহকারে করতে পারি, তা হচ্ছে জাত ভাইদের পদদলিত করতে। যেমন ধরুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ডক্টর ইউনুস, মুসা ইব্রাহীম, অনন্ত জলিল, সাকিব আল হাসান, আসিফ আকবর,এমনি আরও অনেকজন। এদের প্রত্যেকেই কমবেশি কোন না কোন ভাবে, কোন না কোন ক্ষেত্রে কোন না কোন অবদান রেখেছেন। এটাই সত্য, আমরা স্বীকার করি আর না করি। এদের উপযুক্ত সম্মানের স্থানে না রেখে আমরা এদের অবদানকে অস্বীকার করেছি, হাসির পাত্র বানিয়েছি। আমরা কোনদিন ভাবিই নি যে আমাদের সন্তানদের আমরা মূল্যায়ন না করলে আর কারও ঠেকা পরেনি মূল্যায়ন করার।



এবার চরম সত্যটা বলি, আসলে সমস্যাটা আমাদেরই, আমাদের মত হিংসাপ্রবন জাত পৃথিবীতে আর খুঁজলে দ্বিতীয়টা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমরা যখন কিছু করতে না পারি, অন্য কেউ করতে গেলে তার পায়েও শিকল বেঁধে আটকে ধরি আমরা।



এদেশকে এগিয়ে নিতে হলে নেতা-নেত্রী পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন আমাদের মানসিকতা পরিবর্তন। আমাদের বদলাতে হবে সবার আগে, আমরা বদলালেই দেশের অবস্থা বদলাবে। একটি জাতি নিজেদের মধ্যে এত বিভেদ, এত হিংসা, এত দ্বন্দ্ব নিয়ে আর যাই করতে পারুক, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। তাই প্রথম পরিবর্তনের ধাপটা হওয়া উচিৎ নিজেকে পরিবর্তন, নিজেদেরকে পরিবর্তন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: বাঙ্গালীর জন্ম হয় তিনটা কামে।

১)ছোট থেকে বিয়ার জন্যে নিজেকে প্রস্তুত করতে,
২)বাশ দিতে,
৩)বাশ খায়তে।

এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই।আর অকারণ হিংসা,গায়ের সাথে ধাক্কা লাগিয়ে ঝগড়া করার প্রবণতা তো আছেই।

২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

আলী খান বলেছেন: জেনারেশন সুপারস্টার বলেছেন: বাঙ্গালীর জন্ম হয় তিনটা কামে।

১)ছোট থেকে বিয়ার জন্যে নিজেকে প্রস্তুত করতে,
২)বাশ দিতে,
৩)বাশ খায়তে।

এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই।আর অকারণ হিংসা,গায়ের সাথে ধাক্কা লাগিয়ে ঝগড়া করার প্রবণতা তো আছেই।


চরম সত্য কথা বলছেন ... :P :P :P :P :P

৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

মদন বলেছেন: Super Like @ জেনারেশন সুপারস্টার ;)

৪| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২

ফিলিংস বলেছেন: এখন জন গনের একতা খুব বেশি দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.