![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
দেশের রাজধানী ঢাকার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের মত পাবলিক প্লেসে এক কিশোরী কতগুলো পিশাচের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে... খবরের নিচে বেশিরভাগ কমেন্টগুলোর সারমর্ম এমন যে, "মেয়েটা সোহরাওয়ার্দী উদ্যানে গেছে এটা মহাপাপ, এই পাপের জন্য তাকে ধর্ষণ করাই উপযুক্ত শাস্তি। তাকে ধর্ষণ করাটাই ঠিক হয়েছে।" কমেন্ট গুলো আপনার আমার মত সাধারণ মানুষদের করা। তাহলে পিশাচ কাকে বলব? যে ধর্ষণ করেছে, নাকি যে এটাকে ঠিক বলে মত দিচ্ছে?
কমেন্টগুলো দেখে আমি কি বলব ভেবে পাচ্ছি না। আসলে সত্যি কথা কি, বাঙালি আসলেও পশুরজাত, একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, আর সবাই এটাকে সাপোর্ট করছে। মেয়েটার চরিত্র বিশ্লেষণ করে মেয়েটাকে দুশ্চরিত্রা খেতাব দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্ষককে সাপোর্ট করছে। কি বলব এদের?
মেয়েটার উদ্দেশে বলছি, "বোন, আমাকে ক্ষমা করে দাও। তোমার সবচেয়ে বড় পাপ তুমি এই পিশাচের দেশে এসে জন্ম নিয়েছ..."
রবীন্দ্রনাথের একটা উক্তি আজ খুব মনে পড়ছে, " রেখেছ বাঙালি করে, মানুষ করনি। "
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪৩
আরমান অরণ্য লিংকন বলেছেন: গতকালের
২| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫২
একজন ঘূণপোকা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৪
একজন ঘূণপোকা বলেছেন:
কবের ঘটনা??