![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
ইউসুফ পাঠানের বউ বোরখা পড়ে ছবি তুলেছে, সাকিবের বউ কেন তুলল না...... এই নিয়া দেখি কতিপয় ভদ্রলোক খুব মাতামাতি লাগায় দিসেন......
ভাই অফ যান, এত নাটক ভালো লাগে না... ক্যাটরিনার ড্যান্স দেইখা আর সানি লিওনের পেজে লাইক দিয়া সাকিবের বৌরে বোরখা পড়াইতে আইসেন না। আগে নিজের মা-বোন-বউ বোরখা পড়ে কিনা সেদিকে লক্ষ্য করেন, তারপর বলিউডের নায়িকাদের পেজে আনলাইক দেন, সবশেষে নিজের ও আত্মীয় স্বজনের প্রত্যেক বিয়ে-শাদীতে কনে আর অন্যান্য মেয়েদের বোরখা পরায় ছবি তুলার ব্যবস্থা করেন তারপর সাকিবের বউরে ভালো বানাইয়েন......
আপনাদের বালছাল ভণ্ডামি দেখলে হিসু আসে......
২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:২৪
কেকেকে বলেছেন: কথা সত্যি । কিন্তু করার কিছুই নাই
৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:২৫
কেকেকে বলেছেন: কথা সত্যি । কিন্তু করার কিছুই নাই
৪| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৩২
কেএসরথি বলেছেন: এই সব ফালতু ব্যাপার নিয়ে সময় নষ্ট না করাই ভালো। সময় ব্যায় করে আপনিই কিন্তু তাদের অভিযোগকে প্রাধান্য দিচ্ছেন।
৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
সবুজ স্বপ্ন বলেছেন: এই ছবিতে খারাপ কি আসে আমি তো বুঝলাম না ? যত্তসব
৬| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৫৩
কোবির বলেছেন: বাঙ্গালি মানুষ হইবো কবে। এইসব আলতু-ফালতু ব্যাপার নিয়ে এখনও তর্ক করে।
৭| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:১১
এইচ. ইমরান বলেছেন: আমাদের দেশের বর্তমান বোরাকার ডিজাইন দেখছেন।
মনে হয় সুইমিং কস্টিউম।
আমি তো মনে করি এর থেকে থ্রি-পিচ্ অনেক ভালো। যদি একটু ঢিলে ঢালা হয়। আর বুকে ওড়না থাকে।
৮| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫২
নীল আকাশ ২০১৩ বলেছেন: সবুজ স্বপ্ন, সাকিবের ছবিতে শাহ্ রুখ খানের হাত কোথায় লেগে আছে দেখলেই বুঝবেন এই ছবিতে ভাল কি আছে।
তবে সাকিবের বৌয়ের স্কাট পরা আর কুৎসিত অঙ্গভঙ্গিতে নৃত্যরত কিছু ছবি নেটে বিয়ের আগেই দেখা গেছিল। তখন তো এরকম কোন কমেন্ট দেখিনাই।
৯| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
তাসজিদ বলেছেন: কে বোরকা পড়বে আর পড়বে না সেটা তাদের হাতেই ছেড়ে দেন না।
তবে সাকিবের বও কিন্তু বোরকা না মিনি স্কার্ট পরেই অভ্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:০৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: মানুষের ভন্ডামির বিরুদ্ধে ভাল লিখেছেন । দুঃখের আমাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ দারুণ ভণ্ড । সেইদিন দেখলাম এক ডাক্তার মহিলা এক বর্ষীয়ান ব্লগারের মাত্র একটি নীরিহ গোছের মন্তব্যেই অসহিষ্ণু হয়ে পারিবারিক শিক্ষার ব্যাপারে ইংগিত করলেন । অথচ তার আরেক পোস্টে অন্য এক ডাক্তার যখন সব রোগীদের গরু বল্লেন, তখন সেই ডাক্তার মহিলা প্রতি উত্তর দিলেন কিন্তু সদুপদেশ দিতে ভুলে গেলেন । এক যাত্রায় দুই রকম ফলের কারণ হচ্ছে বর্ষীয়ান ব্লগারটা ভিন্ন মত পোষণ করেছিলেন ।
নেপোটিজম আর কত ?