![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
প্রাইভেট কারের পিছনের বাম্পার একটি দুঃস্বপ্ন। এই বাম্পারে বিভিন্নভাবে আটকে যেয়ে প্রায়ই জীবন দিতে হয় মানুষকে। গতকাল যে নির্মম ঘটনা শ্যামলীতে ঘটেছে, সেরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এর আগেও কলাবাগান এর সিগনালে একজন মোটর আরোহী ডাক্তার তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, মোটরবাইক সহ সব গাড়ী সিগনালে আটকা ছিল। ঠিক এরকম একটি প্রাইভেট কারের পিছনের বাম্পারের, ফাকে ডাক্তার সাহেবের পা আটকে যায় যখন ট্রাফিক সিগনাল ওপেন করে দেয় ও প্রাইভেট কার দ্রুতগতিতে টান দেয়। এই দৃশ্য দেখে ডাক্তার সাহেবের স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পরেন, এবং এক কিলোমিটার দূরে ট্রাফিক সিগনালে গিয়ে গাড়ী আটকা পরলে পরে প্রাইভেট কারের চালক পালিয়ে যায়, সেই হত্যাকান্ডের পর দাবী উঠেছিল গাড়ির পিছনের এই বাম্পার তুলে দেওয়ার। এটা শুধুমাত্র আমাদের দেশেই ব্যবহার করা হয়, অন্য দেশে এরকম অতিরিক্ত বাম্পার কোথাও ব্যাবহার করে না উন্নত দেশে তো একবারেই নিষিদ্ধ।
আজকে গাড়ীর পিছনে বাম্পার না থাকলে এমন হতো না। কাজেই গাড়ীর পিছনের বাম্পার তুলে দেওয়ার জোর দাবী করছি।
খবরের লিঙ্কঃ লোমহর্ষক, নির্মম !!!
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২
বাঁধলেই বাঁধন বলেছেন: শ্যামলির ঘটনাটি কি ?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: উনি পেছনের বাম্পারে আটকাননি, সামনের বাম্পানের আটকে ছিলেন।