![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
ব্রেকিং নিউজঃ
"মুন্সিগঞ্জের পদ্মায় লঞ্চডুবির ঘটনায় টানা ষষ্ঠ দিনের অভিযানেও এর অবস্থান নিশ্চিত করা যায়নি। কিন্তু নদীর তলদেশে 'অস্বাভাবিক' কিছুর সংকেত পাওয়া গেছে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
শনিবার দুপুরে লঞ্চ শনাক্তকারী জাহাজ কান্ডারি-২-এর ইকো সাউন্ডারে এ সংকেত ধরা পড়ে।
মাওয়া ঘাটের অদূরে এমএল পিনাক-৬ লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে যেখানে ডুবে যায় তার ঠিক কাছাকাছি জায়গায় ওই সংকেত পাওয়া গেছে বলে দাবি লঞ্চ শনাক্তকারী জাহাজ কান্ডারি-২। ( উৎসঃ পরিবর্তন.কম )"
আমার প্রশ্নঃ
পাবলিককে সপ্তাহব্যাপী পাঁচ-দশ-পনেরো কিলোমিটারের নাটক দেখিয়ে শেষ পর্যন্ত লঞ্চ যেখানে ডুবেছে তার ঠিক কাছেই সংকেত মিলল !!! তবে কি এতদিন যেখানে লঞ্চ ডুবেছে, সেখানটা বাদ দিয়ে অন্য সবখানে খোঁজ চলেছে ? যদি তাই হয়, তাহলে এর কারণ কি ? নিখোঁজ ১০০ মানুষের লাশ ও সহস্রাধিক স্বজনের হাহাকার নিয়ে কি এতদিন খেলা চলছিল ?
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
আরমান অরণ্য লিংকন বলেছেন: অসম্ভব নয়
২| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪
াহো বলেছেন:
১৯৯৪ , ২০০৩ মত ২০১৪তে লঞ্চটি কি হারিয়ে যাবে চিরতরে
১৯৯৪ সালের ২০ আগস্ট চাঁদপুরের মেঘনা মোহনায় ২ শতাধিক যাত্রী নিয়ে এমভি দিনার লঞ্চটি ডুবে যায়। । ৫ দিন অনুসন্ধান চালিয়ে লঞ্চটির কোন সন্ধান মিলেনি। অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই স্থানে ২০০৩ সালের ৯ জুলাই সন্ধ্যায় ৮শ যাত্রী নিয়ে এমভি নাসরিন লঞ্চটি ডুবে যায়। কোন সন্ধান না পাওয়ায় যৌথ বাহিনী এ লঞ্চটি উদ্ধারের আর কোন সম্ভাবনা নেই বলে পরিত্যক্ত ঘোষণা করে।
পিনাক লঞ্চটি যেখানে নিমজ্জিত হয়, সেখানেও ছিল প্রচণ্ড স্রোত। ফলে পদ্মা নদীতে নিমজ্জিত পিনাক লঞ্চটির নামও এমভি দিনার ও নাসরিনের ন্যয় পরিত্যক্ত ঘোষণার খাতায় লেখা হতে পারে। পদ্মা-মেঘনার প্রচণ্ড স্রোতে ব্যাপক নদী ভাঙ্গন নিয়ে আমেরিকার নদী বিশেষজ্ঞ ড. গিবসের নেতৃত্বে ১৭টি দেশের ২০সদস্য বিশিষ্ট নদী বিশেষজ্ঞ দল পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা অর্থাত্ মুন্সীগঞ্জ থেকে নোয়াখালীর চর আলেকজান্ডার পর্যন্ত স্টাডি করেন। ঐ সময় ড. গিবস স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, 'তোমরা পদ্মা ও মেঘনাকে নদী বলো কিভাবে? এগুলোতো সমুদ্রের চেয়েও ভয়ংকর।
৯ আগস্ট ২০১৪,
Click This Link
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
আরমান অরণ্য লিংকন বলেছেন: ১৯৯৪, ২০০৩ এর সাথে ২০১৪ কে তুলনা করার কোন মানে নেই। ১০/২০ বছর আগের শাক এনে মাছ ঢাকা যাবে না, তখনকার প্রযুক্তি-লোকবল ও এখনকার প্রযুক্তি-লোকবলের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।
৩| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই বোঝেন না কেন?
উদ্ধার যদি সাথে সাথেই করত- ২-৩০০ লাশের ভঅরে সরকার বেসামাল হইয়া যাই না!!!
তাই লাশ গুলো স্রোতের টানে ভেসে যেতে সময় দিচ্ছে!
আবার শোনা যায় ডুবুরীদের দিয়ে নাকি লাশের পেট কেটে দেয়া হয়.. যাতে ভেসে উঠতে না পারে!!!
কই যাইব আম জনতা??? মরার পরেও লাশের নিশ্চয়তা নাই।
দাফন কইরা যে সন্তানরে কইব- ঐটা. তোর বাবা/মা/ভাই/বোনের কবর...
তারও গ্যারান্টি নাই!!!!!
মিথ্যার পরাজয় হোক। সত্য প্রতিষ্ঠিত হোক।
৪| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫
াহো বলেছেন:
Go to Malasia to rescure pane
'তোমরা পদ্মা ও মেঘনাকে নদী বলো কিভাবে? এগুলোতো সমুদ্রের চেয়েও ভয়ংকর।
আমেরিকার নদী বিশেষজ্ঞ ড. গিবস
Click This Link
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১
আরমান অরণ্য লিংকন বলেছেন: মালয়েশিয়ার প্লেন সারা পৃথিবীব্যাপী খুঁজতে হয়েছে, পিনাক-৬ শুধুমাত্র মুন্সীগঞ্জেই খুঁজতে হচ্ছে। আর কোথাকার কোন গিবস এগারো বছর আগে কোন বাণী দিয়েছিলো সেটা দিয়ে সরকারের ব্যার্থতাকে হালাল বানাতে চাচ্ছেন? এসবের জন্য মাসে কত বেতন পান?
৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯
াহো বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন:মিথ্যার পরাজয় হোক। সত্য প্রতিষ্ঠিত হোক।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, "গত ৫ই মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশি অভিযানে মৃতের যে সংখ্যা হেফাজত ও প্রধান বিরোধীদল বিএনপির পক্ষ থেকে করা হয় - তাদের অনুসন্ধানে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।"
বিবিসি বাংলার প্রতিবেদন ইন্টারনেট ঠিকানা http://www.bbc.co.uk/bengali/news/2013/08/130801_pg_bangladesh_hrw_report.shtml
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১
আরমান অরণ্য লিংকন বলেছেন: এখানে এসে এসব বলছেন কেন? পিনাক-৬ আর হেফাজত কি এক জিনিস? ফাইযলামি অন্যখানে গিয়ে করেন
৬| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: @াহো
আমি কইলঅম কি?
আর ্ফনে গাইলেন কি?
লঞ্চ নিয়া সরকারের মিথ্যাচার দূর হওয়ার কামনা করছি- সত্য প্রতিষ্ঠার কথা কইছি!!
আফনেতো ঐ আবুলের মতো- ঠাকুর ঘরে কের ? আমি কলা খাইনার মতো..
লঞ্চের লাশ গায়েবের কথা শুইনা কি সব গাইয়া পুরান পাপে নিজেদের সম্পৃক্ততাই প্রমাণ করতেছেন!!!!!!
লেখক বলেছেন: --------------------------------- কোথাকার কোন গিবস এগারো বছর আগে কোন বাণী দিয়েছিলো সেটা দিয়ে সরকারের ব্যার্থতাকে হালাল বানাতে চাচ্ছেন? এসবের জন্য মাসে কত বেতন পান?
সকলেরই জিজ্ঞাসা
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭
মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: হটাৎ শুনবেন যে পিনাক পাওয়া গেছে কিন্তু উদ্ধার করা সম্ভব নয়!!!!