![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নে বিশ্বাসী নই...আমি বিশ্বাস করি লক্ষে, বিশ্বাস করি দৃঢ়তায়।প্রতিবাদ আমায় আকৃষ্ট করে, মনোরঞ্জন নয়।আমার ফেসবুকঃ https://www.facebook.com/arman.aronno.lingkon
মাওলানা ফারুকীকে তাঁর নিজ বাসায় জবাই করে হত্যা করা হয়েছে...
এই ঘটনায় যতটুকু না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি এই হত্যাকাণ্ডকে সহীহ বানানোর চেষ্টা দেখে। অনেকেই অনলাইনে অনেক কথা বলছেন তাঁর মতবাদ নিয়ে, কিন্তু মতবাদের ভিন্নতা কি খুন করে ফেলাকে সমর্থন করে ? একটা মানুষের সাথে মতের মিল হলনা বলে খুন করে ফেলাটা কি ইসলামিক পন্থা ? আপনাদের মস্তিষ্কের সুস্থতা কামনা করছি।
দুঃখজনক হলেও সত্য, আমাদের পুরো জাতির একটা বিশাল অংশ মানসিকভাবে অসুস্থ। এরা হত্যাকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, ধর্ষণকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, দুর্নীতি-সন্ত্রাসকে সমর্থনের কারণ খুঁজতে চায়, ভিকটিমকে কোন না কোনভাবে দায়ী করার কারণ বের করার জন্য এরা সর্বদা উন্মুখ হয়ে থাকে।
এদেশের শিক্ষাব্যবস্থায় প্রত্যেক ক্লাসে একটা নতুন সাবজেক্টে পাঠদান করাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে "বিবেকবোধ"...
২| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮
মুদ্দাকির বলেছেন: দুঃখজনক হলেও সত্য, আমাদের পুরো জাতির একটা বিশাল অংশ মানসিকভাবে অসুস্থ। এরা হত্যাকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, ধর্ষণকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, দুর্নীতি-সন্ত্রাসকে সমর্থনের কারণ খুঁজতে চায়, ভিকটিমকে কোন না কোনভাবে দায়ী করার কারণ বের করার জন্য এরা সর্বদা উন্মুখ হয়ে থাকে।
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩
আজীব ০০৭ বলেছেন: টোকাই সিকদার বলেছেন: এদেশের শিক্ষাব্যবস্থায় প্রত্যেক ক্লাসে একটা নতুন সাবজেক্টে পাঠদান করাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে "বিবেকবোধ"...
+++
৪| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই, আমার মনের কথাগুলো বলছেন। আমার মতে আরেকটা সাবজেক্ট বাধ্যতামূলক করা দরকার… "মানবতা, সৌজন্যতা এবং শিষ্ঠাচার"
৫| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
তূর্য হাসান বলেছেন: ঠিকই বলেছেন আমাদের মনে হয় 'মানবতাবোধ' পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সময় হয়েছে।
৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭
মুরাদ-ইচছামানুষ বলেছেন: দুঃখজনক হলেও সত্য
৭| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০
সোহানী বলেছেন: সহমত। আমার ও একই কথা মতের অমিল হলেই তাকে হত্যা করতে হবে সেটা কোন ধর্মে লিখা আছে? কোন সমাজে লিখা আছে? কোন শিক্ষায় লিখা আছে? আর একজন মৃতব্যাক্তি সবকিছুর উর্ধে এটা ও আমরা যেন ভুলে গেছি।
লিখায় +++++
৮| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
রয়াজ বলেছেন: জনাব ফারুকীর ইসলামের ভুল ব্যাখ্যা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল । জনাব ফারুকীর আকিদা ছিল কবর পুজা, পীর পুজা, মিলাদ পড়া অর্থাৎ শের্ক আকিদা । এখন তার পরিবারের কোন সমস্যা হবে না । কারন তার মাজার হবে । ঊরষ হবে । গান বাজনা হবে । বড় রকমের ব্যবসার জায়গা হবে । আব্দুল্লাহ ইবনে ঊবাইর একজন সাক্ষাত ঊত্তরসূরীকে হারাল জাতি
৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫
নতুন বলেছেন: যারা মানুষের হত্যার বিচার চায় না তারা নিজেদের কি ভাবে মানুষ দাবী করে বুঝিনা...
রিয়াজ >>> আপনার সুস্হতা কামনা করি..
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬
টোকাই সিকদার বলেছেন: এদেশের শিক্ষাব্যবস্থায় প্রত্যেক ক্লাসে একটা নতুন সাবজেক্টে পাঠদান করাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে "বিবেকবোধ"...