নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হেরে যাওয়া বিভ্রান্ত পথিক,হাঁটছি অজানা দিগন্তে পথ হারিয়ে দিক-বেদিক॥॥

অর্নব কাঠের মানুষ

আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔

অর্নব কাঠের মানুষ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত মেয়ে

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

মেয়েটি রোজ মাঝ রাতে স্বপ্ন দেখে কান্না করতো। আমি জিজ্ঞেস করলে বলতো- “আমাকে নিয়ে যেতে চায়!! আমি বলতাম,কোথায়?? সে বলতো, জানো খুব মায়া করা চেহারা, আগে কখনো দেখিনি, মুখের কোণে হাসি ঝুলেই থাকে। তবে খুব মেজাজী- অল্পতেই রেগে যায়।" আমি তার কোন কথাই বুঝতাম না।

মেয়েটির একটি ফুটফুটে মেয়ে হয়েছে। বাম গালে সুন্দর একটা তিল। সে নাম দিয়েছে রূপান্তীয়া। আমি এই নাম দেয়ার কোন কারণ আজও খুঁজে পাইনি।

রূপান্তীয়া মেয়েটির মতই অদ্ভুত কথা বলে। আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে যাই। আর তখনই রূপান্তীয়া গালে চুমু দিয়ে আমার তন্দ্রার অবসান ঘটায়।

রূপান্তীয়া আজ বললো-আব্বু, আম্মু তারা হল কেন আমাকে বলেছে !! আমি বললাম- কেন?? সে বলে- তুমি আম্মুকে বকে দিয়েছিলে। রাতে কান্না করতো, তুমি থামিয়ে দাওনি, তাই"
আমি অবাক হয়ে রূয়ান্তীয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলি “মেয়েটি রাতে কান্না করতো ওকে কে বললো??

_____অর্নব(কাঠের মানুষ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.