নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হেরে যাওয়া বিভ্রান্ত পথিক,হাঁটছি অজানা দিগন্তে পথ হারিয়ে দিক-বেদিক॥॥

অর্নব কাঠের মানুষ

আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔

অর্নব কাঠের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রণ পত্র

২২ শে মে, ২০১৫ সকাল ৭:০০

যদি ক্লান্ত পথের শেষে হিমেল বাতাস দেয় ছুঁয়ে তোমার ঘামভেজা উষ্ণ হৃদ, মনে রেখো সে দক্ষিণের শীতল বাতাস ছিলো না। সে ছিলো আমার দীর্ঘশ্বাসে তোমায় নিমন্ত্রণ বার্তা একটু ছোঁয়া পেতে।

যদি কোন ছোট্ট টুকটুকে শ্যামবর্ণ মেয়ে যার হতে নীল কাঁচের চুড়ি একগুচ্ছ গোলাপ দেয় বাড়িয়ে দুটো টাকা চেয়ে, তাকে ফুলমালী ভেবে দিয়'না তাড়িয়ে শত ব্যস্ততা দেখিয়ে। জেনে রেখো সে ফুল ছিলো তোমায় নিমন্ত্রণ আমার প্রণয়ের কাননে ভোমরা হতে।

যদি আকাশের মন ভারি করে চিৎকার করে আত্মভোলা হয়ে, লুকিয়ে যেয়ো না তখন ঘরের কোণে। মনে রেখো সে ছিলো না আকাশের মন ভাঙ্গা হাহাকার। সে ছিলো আমার নয়নের অশ্রুভেজা চিৎকারে তোমায় নিমন্ত্রণ সর্বাঙ্গ ভিজিয়ে আমার অনুভবে মিশে যাওয়ার।

যদি কোন ঠিকানাবিহীন চিঠি উড়ে আসে বসন্তের বাতাসে, জেনে রেখো সে ছিলো আমার নিমন্ত্রণ তোমায় শিশিরের খোঁজে ঘাস মাড়িয়ে হাত ধরে হাঁটতে ভোর প্রভাতে…॥

____অর্নব(কাঠের মানুষ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.