নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হেরে যাওয়া বিভ্রান্ত পথিক,হাঁটছি অজানা দিগন্তে পথ হারিয়ে দিক-বেদিক॥॥

অর্নব কাঠের মানুষ

আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔

অর্নব কাঠের মানুষ › বিস্তারিত পোস্টঃ

অরুণিমা

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

অরুণিমা˝
_______অর্নব(কাঠের মানুষ)

বালিয়াড়ি সে সব স্মৃতিকথা মনে আছে?
হোঁচট খাওয়া সমুদ্র সফেন?
মস্তক খুঁড়ে কভু দেখোনা তুমি,
ঠাঁয় দাঁড়িয়ে বিহ্বলতা আছেন
গৃহবধূর সাজে সাঁজ-সন্ধ্যার মাতন।
তোমার নিঃশ্বাস শেষে ভাঙবে স্বপন…

অরুণিমা, রক্তের তিলক মুছে গেছে?
খাঁ-খাঁ করে রক্তিম ললাটের তট?
তুমি পক্ষান্তের টানে থেমে যেয়ো'না।
নিশিদ্ধ রাতে একমুঠো রক্তে ঠোঁট
রাঙিয়ে চুম্বন এঁকে দেবে দোটানা।

অশ্রুজলে বিগলিত বদনের হাসি
আজ বুঝি নৈশচারী স্বপ্নহত্যার
দায়ে নিস্তন্দ্র নিশিথের গল্প লিখে?
সবিতা, লিখে দেখো একটি কবিতা।
যতটা বেদনা আর যত অশ্রু মেখে
আমি লিখেছিলাম প্রেমের কবিতা॥

কি নামে আজ আমি ডাকবো তোমায়?
বিহ্বলতা, সবিতা নাকি অরুণিমা?
অরুণিমা বললে ভুল হবে নাতো?
আজ শ্বেতশুভ্র মুখ রক্তে তিলকিত
পরাজয় আঁকা প্রতি সন্ধিস্থলে, সেতো
তোমারই দেয়া অভিশাপের কণ্টকাবৃত
বেড়াজাল আর ছলনার মায়াবাঁধন।
অরুণিমা, তবুও যে তোমার দ্যোতন
সুখের হাসি কামনা করে ব্যাকুল মন॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.