নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

বাবা

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২




বাবা শুধু বাবা নয় যেন এক সৈনিক
খেটে যায় আজীবন সেতো দৈনিক,
সংগ্রামী সে যে সংগ্রামী
খুব দামী সে যে খুব দামী।

থেমে যায় সব তবু সে তো থামে না
ঘেমে যায় দেহ তার মন ঘামে না;
বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।

সংসার সন্তান নিয়ে এ জীবন
সংগ্রাম করে যে যায় আজীবন,
হেরে যেতে পারে সব সে তো হারে না
ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না।
পড়ে যায় কতো উঠে দাঁড়ায় তবু
লড়ে যায় শত হাল ছাড়েনা কভু।

বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।

একটুও নেই যার শ্রমের মায়া
বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া।
প্রতিদান চায় সবে সেতো চায় না
যতটুকু পায় সবে সেতো পায় না।

বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।

তোমার তুলনা তুমি নিজেই
যতো কথাই বলুক আর বাকিরা,
রাব্বির হামহুমা কামা
রাব্বা ইয়ানি সাগিরা।
..................................................।
ছবিঃ গুগল থেকে
মশিউর রহমানের ইউটিউব গান অবলম্বনে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

ইমু সাহেব বলেছেন: সুন্দর প্রকাশ

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

আরোহী আশা বলেছেন:
ইমু সাহেব! শুভ সকাল জানবেন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

নজসু বলেছেন:





বাবা মানে স্নেহের পরশ।
বাবা মানে শাসনের মৃদ স্পর্শ।


বাবাকে নিয়ে সুন্দর লেখাটি উপস্থাপনের জন্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

আরোহী আশা বলেছেন:




বাবা মানে স্নেহের পরশ।
বাবা মানে শাসনের মৃদ স্পর্শ।


সুজন ভাই! দারুণ বলেছেন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রথম পথের সাথি বাবা

।।

ভালো লিখেছেন। মনোমুগ্ধকর

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

আরোহী আশা বলেছেন:





আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রথম পথের সাথি বাবা দারুণ বলেছেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

আরোহী আশা বলেছেন: ধন্যবাদ নকিব ভাইয়া

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

আহেমদ ইউসুফ বলেছেন: অসাধারন কবিতা। ভালো লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

আরোহী আশা বলেছেন:




আহেমদ ইউসুফ বলেছেন: অসাধারন কবিতা। ভালো লেগেছে।

ধন্যবাদ জানবেন

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

নীল আকাশ বলেছেন: আশা, কবিতা ভালো হয়েছে। কভু শব্দটা ব্যবহার করবেন না পারত পক্ষে, এটা অনেক সেকেল হয়ে গেছে.....

আবৃত্তির জন্য মনে হয়, মাঝে কমা/সেমি কোলন বিরাম চিহ্ন দিলে পড়তে ভালো লাগবে - আমার মনে হচ্ছে/ভুলও হতে পারে।
যেমন: হেরে যেতে পারে সব সেতো হারে না < না হয়ে যদি এমন হতো:
হেরে যেতে পারে সব, সে তো হারে না;
ছেড়ে যেতে পারে সব, সে তো ছাড়ে না।
শুভ কামনা রইল!

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

আরোহী আশা বলেছেন:
ঠিক বলেছেন। আসলে আমার হাতে লিখাতে ঐলহানে কমা ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত ও ভুল ধরিয়ে দেয়ার জন্য।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

জ্ঞান পাগল বলেছেন: সুন্দর কবিতা :) বাবাকে খুব মিস করি :(

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

আরোহী আশা বলেছেন: আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুন

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

শিখা রহমান বলেছেন: আরোহী আপনার কবিতা মন ছুঁয়ে গেলো। হারিয়ে যাওয়া বাবাকে মনে করিয়ে দিলেন।

শুভকামনা কবি।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

আরোহী আশা বলেছেন: প্রিয় শিখা রহমান! আপনার অসাধারণ মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাবার জন্য অন্তহীন ভালবাসা।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

আরোহী আশা বলেছেন: আপনার ভালোবাসা সকল বাবাদেরকে উৎসর্গ করলাম।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

ওমেরা বলেছেন: বাবাকে নিয়ে লিখা মন ছুয়ে গেল।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

আরোহী আশা বলেছেন: আপনার মন ছুয়া মন্তব্যে প্রেরণা পেলাম।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: সন্তানের কাছে বাবা হলো হিরো।
সুন্দর লিখেছেন।
আমার আব্বা অসুস্থ।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

আরোহী আশা বলেছেন:
আল্লাহ আপনার বাবাকে খুব দ্রুত সুস্থ করে দিন দোয়া করি।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

হাবিব বলেছেন: বেশ বেশ ভালো লেগেছে

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

আরোহী আশা বলেছেন: শুভ সন্ধ্যা। আশাকরি ভালো আছেন।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সূর্যালোক । বলেছেন: চমৎকার,বাবারা বাবার মতো। তুলনা নেই তাঁদের ।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

আরোহী আশা বলেছেন:

বাবারা সূর্যের মতোই জীবনকে আলোকিত করে। বাবাদের তুলনা বাবারাই। আপনার মন্তবে ভালোলাগা জানবেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.