![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৎস ভায়া থাকো যদি জলের মধ্যে ডুবে,
খানিক বাদে দেখবে তোমার ঠান্ডা লেগে যাবে।
নাইতে তুমি যেতে পারো ময়লা যখন হবে,
এখন আসো খেলা করি অনেক মজা পাবে।
বিল্লু ভায়া ডাঙ্গায় গেলে আমায় তুমি খাবে,
একটা খেয়ে পেট ভরেনা আরো তুমি চাবে।
কি যে বলো মৎস ভায়া তোমায় কেন খাবো?
আমি তোমার খেলার সাথি ভালাে বন্ধু হবো।
খানিক বাদে যেই উঠেছে মৎস ভায়া টানে,
বিড়াল তাকে ভরে খেল অনেক স্বাধের নানে।
এই জগতে এমন অনেক বন্ধু খুঁজে পাবে,
মুখে মিষ্টি কথার বানে তোমায় গিলে খাবে।
থাকতে সময় চিনে নিয়ো তাদের চরিত্র,
চোখটা দেখেই বুঝতে হবে শত্রু বা মিত্র।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
আরোহী আশা বলেছেন:
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
নীল আকাশ বলেছেন: পারফেক্ট, ১০ আউট অফ ১০।
তবে মৎস আর বিড়ালের লাইন গুলি আলাদা আলাদা প্যারা করে দিলে কেমন হতো? ৪ লাইন, ৪ লাইন, ২ লাইন তারপর আবার ৪ লাইন। আরোহী আশা, একটু চিন্তা করে কি দেখবেন?
আপনার কবিতা দিন দিন দুর্দান্ত হচ্ছে, অকৃত্রিম শুভেচ্ছা নিবেন।
শুভ কামনা রইল!
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
আরোহী আশা বলেছেন: অনেক বেশি ভালো লাগছে আপনি এখনো আমাকে হাতে কলমে শিখিয়ে দেয়ার কাজটি যত্ন সহকারে করে যাচ্ছেন..............
আমিও একবার এমনটা চিন্তা করেছিলাম.......
দেখুনতো ভাইয়া, এখন চলে কিনা? নাকি ২য় চার লাইন আলাদা করে দিব ২ ২ করে?
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: বিড়াল চালাক হয়। অতি চালাক।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
আরোহী আশা বলেছেন: অতিচালাকের গলায় দড়ি পরে জানি....... এইটা কি শুধুই প্রবাদ??????
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
নীল আকাশ বলেছেন: পারফেক্ট। এবার চমৎকার হয়েছে।
অনেক বেশি ভালো লাগছে আপনি এখনো আমাকে হাতে কলমে শিখিয়ে দেয়ার কাজটি যত্ন সহকারে করে যাচ্ছেন.... - আপনাকে আমি পছন্দ করি, যাদের আমি পছন্দ করি, তাদের আমি আমার সীমিত জানা দিয়ে যতটা পারি সাহায্য করে যাই। অনেকে আবার এটা পছন্দ করে না..........
ভালো থাকুন, আর সুন্দর সুন্দর কবিতা লিখুন। বিরাম চিহ্ন আর বানানে দারুন উন্নতি করেছেন, আমি মুগ্ধ।
শুভ কামনা রইল!
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
আরোহী আশা বলেছেন: পারফেক্ট। এবার চমৎকার হয়েছে। মাশাআল্লাহ........ ভালো লাগলো
আপনাকে আমি পছন্দ করি, যাদের আমি পছন্দ করি, তাদের আমি আমার সীমিত জানা দিয়ে যতটা পারি সাহায্য করে যাই। আবেগে হৃদয় মন ভরে উপছে পড়ছে..........
অনেকে আবার এটা পছন্দ করে না.......... আমি কিন্তু খুব পছন্দ করি.........
ভালো থাকুন, আর সুন্দর সুন্দর কবিতা লিখুন। বিরাম চিহ্ন আর বানানে দারুন উন্নতি করেছেন, আমি মুগ্ধ।
শুভ কামনা রইল! ........ এত সুন্দর আন্তরিকতা পাওয় কি সহজ কো কাজ???????????
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
নজসু বলেছেন:
আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা ভদ্রবেশে অন্যের ক্ষতি করে।
অন্যকে কষ্ট দেয়।
নিজের স্বার্থ পূরণের জন্য ভালো ব্যবহারের অভিনয় করে।
মিষ্টি মিষ্টি কথা বলে ক্ষতি করে।
তাই আমাদের উচিত নিজের দুর্বলতা সবসময় নিজের মাঝেই রাখা।
স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের খাতিরে অন্যের দুর্বলতাকে কাজে লাগায়।
ছড়ার মাধ্যমে সুন্দর বাস্তবতা তুলে ধরেছেন।
শুভেচ্ছা জানবেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
আরোহী আশা বলেছেন: ঠিক বলেছেন সুজন ভাই...... অনেক অনেক ধন্যবাদ জানবেন
৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার কবিতা! কবিতার প্রতিটি লাইনে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
জুন বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
আরোহী আশা বলেছেন: অসাধারন ছবি...........। ভাবছি এটা নিয়ে কিছু একটা লিখবো
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
সমালোচক মন্তব্যকারী বলেছেন: