![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি:গুগল থেকে...
হকার মামা বাসে উঠে যখন দিল ডাক:
"শসা-খিরা-শসা......" যখন দিল হাক,
বলছি মামা শোন, একটা শসা দাও
শসা তো নয় মামা, এ তো খিরা, নাও!
কি আর করা তৃষ্ণা গলা দুপুর রোদে মরি,
দাওতো দেখি একটা প্যাকেট জলদি হাতে নাড়ি।
লবন দিও অল্প করে ঝালটা দিও কড়া,
খেয়ে বলি: বাহ.., তাজা তোমার খিরা!
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আরোহী আশা বলেছেন:
সমাজের প্রতি স্তরের মানুষ একে অপরের অন্তরে থাকলেই সমাজটা হয়ে উঠবে আরো সুন্দর।
প্রথম মন্তবে শসা খাবার দাওয়াত:
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
আরোগ্য বলেছেন: এই শীতে শসা খেলে কাশি হবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
আরোহী আশা বলেছেন: শসা সব সময় উপাদেয়.......।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
শাহাদাত নিরব বলেছেন: বাস টা পরিচিত মনে হচ্ছে
শশার বদলে খিরা মেনে নেওয়া যায় না ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আরোহী আশা বলেছেন: দাদী বলতো খালি পেটে মাছি গেলেও নাকি কাজে লাগে.....
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: রাস্তা থেকে শশা খাওয়া ঠিক না। অনেক জীবানু থাকে। তারা ময়লা পানি দিয়ে ধোয়।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
আরোহী আশা বলেছেন: আচ্ছা আর কিনবো না
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
নীল আকাশ বলেছেন: শশার চাইতে খিরা অনেক মজাদার আর তার চাইতে ও মজা পেয়েছি এই কবিতায়।
আরোহী আশা কবিতা ভালো লেগেছে। আজকাল বেশ নতুন নতুন টপিকের উপর লিখছেন। দারুন!
শুভ কামনা রইল!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
আরোহী আশা বলেছেন: প্রিয় ভাইয়া....... তাজা খিরার মতো তাজা শুভেচ্ছা.....
আশা করি তাজা খিরার মতোই সতেজ আছেন
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
নজসু বলেছেন:
বাহ! বাহ!!
বেশ! বেশ!!
খুব সুন্দর হয়েছে বোন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩
আরোহী আশা বলেছেন:
বাহ বাহ বেশ
সুজন ভাইয়ের বুনু
প্রেরণা অশেষ
চিন্তা নাই কুনু.........
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: শসা অতিশয় উপাদেয় সবজি.....
এভাবেই সমাজের সকল স্তরের মানুষ উঠে আসুক কবিতায়.....