![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলব চাচা ছাগল পালেন। একদিন চাচা দুপুরে গোসল করে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। সবে মাত্র ঘুমের ভাব আসছে এমন সময় মতলব চাচার স্ত্রী এসে বলল, এই যে শুনছো তোমার বড় খাসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে মতলব চাচা উঠে দৌড় দিল। বারান্দায় এসে খেয়াল করল লুঙ্গি নাই।সামনেই বারান্দার দেওয়ালে স্বামী স্ত্রীর যোগল ছবি একটি ফ্রেমে বাঁধানো ছিল। সেই ফ্রেমটাই কোমরের কাছে ধরে লজ্জাস্থান ঢেকে বাহিরে দৌড় দিল। যার সাথে দেখা হয় তাকেই বলে "আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন"? "আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন" এ কথা বলছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াদৌড়ির ঝাঁকুনিতে চাচার অগোচরে ফ্রেমের মাঝের কাচ আর ছবি ছুটে পরে গেলে এখন শুধু ফ্রেম ধরে রেখেছেন। এদিকে চাচা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠেছেন। সেই সাথে প্রথমে বলেছে, আপনারা কি আমার বড় খাসিটি দেখেছেন আর এখন মাঝের শব্দ কমিয়ে শুধু বলছেন, "আপনারা কি দেখেছেন"? এখন চাচা হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে একহাতে খালি ফ্রেম ধরে বলছে "আপনারা কি দেখেছেন"?
গ্রামের মহিলারা চাচাকে দেখেই লজ্জায় বাড়ির ভিতরে চলে যাচ্ছে আর বলছে, "চাচা কি দেখাইতেছে"? চাচা এখন আর সামনে কাউকে পাইতেছেন না। যে দেখে সেই আড়ালে চলে যাচ্ছে।
দাদীর বয়সী এক বৃদ্ধ মহিলা লোকাতে পারে নাই। তার কাছে গিয়ে চাচা জিজ্ঞেস করে, "দাদী আপনি কি দেখেছেন"?
দাদী বলল: দেখছি, তোমার দাদা থাকতে এই জীবনে কত দেখেছি, কিন্তু তোমার মত ফ্রেমে বাধানো কখনোই দেখি নি।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
আরোহী আশা বলেছেন: ইয়েস স্যার.......
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
নজসু বলেছেন:
প্রিয় হাবিব স্যারের জন্য-
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
আরোহী আশা বলেছেন: ....
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
নজসু বলেছেন:
দাদীর জবরদস্ত জবাবা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
আরোহী আশা বলেছেন: হা হা হা. আপনি হলে কি বলতেন???
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
হাবিব বলেছেন:
দেড়ি হয়ে গেল.....
কৌতুক.....
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
আরোহী আশা বলেছেন: সমস্যা নাই, আপনার জন্য এখনো আছে......
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
হাবিব বলেছেন: মূল্য ফেরত চাই, হাসি আসে নাই!!!!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
আরোহী আশা বলেছেন: ওকে দিবো নি......
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০
তারেক ফাহিম বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
আরোহী আশা বলেছেন: ....
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
আরোহী আশা বলেছেন: ......
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতূন মদ পুরানো বতল, এই আরকি !!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
আরোহী আশা বলেছেন: এইটা আবার কেমুন কতা????????..
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দাফী কী জবাবটা নাই দিলিরে!
(দাদীর প্রতিবিম্ব আপনাতে রয়েছে
)
জাস্ট ফর ফান
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
আরোহী আশা বলেছেন: ওক্কে ঠিক আছে ....... তাজুল ভাই
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Nooooo
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
আরোহী আশা বলেছেন: ইয়ে.........স
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হা হা হা .........
মূল্য ফেরত নিতে পারলাম না........!!
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
আরোহী আশা বলেছেন:
...
থ্যঙ্কু..........
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমার হাসি পায় না।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
আরোহী আশা বলেছেন: আসলেই কি তাই??.......
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
আরোহী আশা বলেছেন:
হা হা হা........
জাদরেল হুজুর দেখি..........
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
ফেনা বলেছেন: মজা পাইলাম
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
আরোহী আশা বলেছেন:
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
আরোহী আশা বলেছেন:
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
পুলক ঢালী বলেছেন: হা হ হা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতই দৃশ্য বটে।
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
আরোহী আশা বলেছেন:
সাবধানে বাঁধাইয়েন....
ব্যথা যেন না পান.........
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজার হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
আরোহী আশা বলেছেন: বড় বাঁচা বেঁচে গেছি রে ভাই
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
কিরমানী লিটন বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫
আরোহী আশা বলেছেন:
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১
ঝিগাতলা বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪
আরোহী আশা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫
নজসু বলেছেন:

হাজির।