নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য প্রিন্সিপ্যল

ফ্রি.....ড.....ম!!!!!

অর্পণ!

স্বপ্ন বুনি ক্যামেরার ফ্রেমে।

অর্পণ! › বিস্তারিত পোস্টঃ

এলিফ্যান্ট রোড...কাটাবন এর বিল্ডিং এ আগুন! :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১





এলিফ্যান্ট রোডস্থ কাটাবন এর অষ্টব্যঞ্জন রেস্টুরেন্ট এর রাস্তার পাশের বিল্ডিংটাতে আগুন লেগেছে!



ধোয়ার চারপাশ ছেয়ে গেছে।

সুখের খবর যে, ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসেছে।



এখনো হতাহতের খবর জানি না।



জানতে পারলে জানাবো।

দোয়া করছি, যেনো কোন প্রাণহানি না হয়।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

অর্পণ! বলেছেন:

বাসায় ইলেকট্রিসিটি নেই।

পোস্ট দিতে অনেক কষ্ট হলো :(

২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

নীলতিমি বলেছেন: কী যে হলো দেশটাতে ! মানুষগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। কতিপয় লোভী পিশাচের কারনে সাধারন মানুষ আজ ধুঁকে মরছে ! /:)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

অর্পণ! বলেছেন:

কি হলো?

আগুন কিভাবে লাগলো তাতো এখনো জানি না!

টেনশন হচ্ছে, আপডেট জানতে পাচ্ছি না।

রাস্তার পাশেই ইউনিভার্সিটির হল থেকে কিছু ছাত্র মাঝে মাঝে একসাথে জোরে চিতকার দেয়াতে টেনশন বেশি লাগছে :(

৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

পুশকিন বলেছেন: আরে.............. ঐ খানে তো পনি আপার বাসা । ব্লগার আরজু পনি । না্মবার থাকলে তাহাকে কল দিন ।।।।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

অর্পণ! বলেছেন:

হুর মিয়া, টেনশনের মধ্যে আবার টেনশন দেন ক্যান?! :(

পিসি অন করি আগে। ইলেকট্রিসিটি চলে আসছে।

যদিও এর মধ্যে দুইবার গেল...আবার যায় নাকি কে জানে!

৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

অর্পণ! বলেছেন:

উহ, বাঁচলাম, ইলেকট্রিসিটি চলে এসেছে।
পিসি ছাড়া ব্লগিং করা ম্যালা কষ্টের!

৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আরজু পনি বলেছেন:

@পুশকিন, বাসা থেকে লোক গেছে খবর জানতে। দেখা যাক কি খবর আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.