![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক সিনিয়র ভাই এখন প্রচন্ড ক্ষমতাশালী এক ব্যক্তির পিএস । প্রতিষ্ঠানের কাজে যেতে হয়েছিল তার কাছে (ভবিষ্যতেও যেতে হবে) । তিনি আমার কাছে ঘুষ চাননি ।
বলেছেন, " অর্পণ, তুমি আমাকে দামী শার্ট, দামী প্যান্ট, দামী জুতা কিনে দিবা, আমার ড্রাইভারকে কাপড় কিনে দিবা (ড্রাইভার তখন সামনে ছিল বলেই হয়তো বা) আর আমি তোমার কাজ করে দিব ।
মুখ বিস্তৃত হাসি দিয়ে আমার মতো ঘুষ না খাওয়া না দেওয়া মানুষটি শুধু মনে মনে দীর্ঘশ্বাসই ফেললাম ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
দালাল০০৭০০৭ বলেছেন: কি কইবেন হেগো হেরাই বাংলার ১নং মানুষ
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
অর্পণ! বলেছেন:
হ, ঠিকই কইছেন
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
এম এ কাশেম বলেছেন: বন্ধু বিড়াল
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯
অর্পণ! বলেছেন:
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবল্টু!
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০
অর্পণ! বলেছেন:
আয়নায় নিজের চেহারা যেমন দেখি তেমনই ভাবি নিজেকে
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৩
কলাবাগান১ বলেছেন: "বঙ্গবল্টু!" বঙ্গবন্ধু কাছে ঘেরার ও সাহস পেতেন না যদি তিনি বেচে থাকতেন...... এখন ওনাকে তুচ্ছ ত্বাচ্ছিল্য করছেন। উনার কারনে আজ স্বাধীন দেশে বেড়ে উঠছেন নাকি স্বাধীন হওয়াটা পছন্দ না..........।
এরকম ঘুষ হাওয়া ভবন ১০ হাজার টাইমস খেয়েছে
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩
অর্পণ! বলেছেন: আমি তখনই অন্যকে সম্মান করবো যখন নিজেকে সম্মান করবো।
তাই যারা অন্যকে অসম্মান করে তারা নিজেকে কীভাবে দেখে তা তাদের মন্তব্য দেখেই বোঝা যায়।
নো ওরিস...
৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০২
বৈকুন্ঠ বলেছেন: বাংলাদেশ স্বাধীন নাকি?? কিতা কয় কেলাবাগান? এইখানে এখন শুধু ক্রিমিনাল আর আম্লীগের চামচারা স্বাধীন। আর সব ওদের অধীন। হাওয়াভবন গু খাইসে, তোরাও গামলা ভৈরা খা...
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
অর্পণ! বলেছেন: এহহে কী কমেন্ট করলেন !
থাক দুঃখ কইরেন না।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪
দি সুফি বলেছেন: কানের নিচে ঠাডায়া একটা মারতেন
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭
অর্পণ! বলেছেন: তার সাথে যোগাযোগ বন্ধ করা হয়েছে আমার প্রতিষ্ঠান থেকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
অর্পণ! বলেছেন: আমার বস তারে দুই চোক্ষে দেখতে পারে না...