| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্টিিস্টক বিপ্লব
আমি বাস করি কল্পলোকে। আমি নিঃশ্বাস নেই অসীম শূন্যতায়।আমি আঁকি ছবি মনের রঙিন ক্যানভাসে।আমি কবিতা লিখি ভালোবাসার গদ্যলোকে।আমি গান গেয়ে যাই নিজ সুর অলিন্দে।তবুও করতে পারিনি স্পর্শ আমার আমি কে।।
সমগ্র বাংলাদেশ ৫ টন।ছোট বেলায় ভাবতাম বাংলাদেশকে বুঝি দাঁড়িপাল্লায় মেপে এই লিখা।আজ আমি কালের বিবর্তনে অনেক বুঝতে শিখেছি।সমগ্র বাংলাদেশ ৫ টনের জায়গায় সমগ্র মহামান্য আদালত মাপছি। সেটাও দেখি ৫ টন। তার মানে বুঝা গেল আমার শিখায় কোন লাভ হয়নি। যেমন লাউ তেমন কদু। শুধু ভিতরের অংশটা পানিতে রুপান্তরিত।
আইন আদালত কবচায়নি কোনদিনও।তবে পড়ার স্বার্থে বাণিজ্যিক আইন পড়েছি এই দেশে। যতটুকু জানি ফাঁশির দণ্ডাদেশ এবং এর কার্য সম্পাদন, দিনক্ষণ নির্ধারণ আদালতেরই কাজ। কাদের মোল্লার ফাঁশির নির্ধারিত সময় পিছিয়ে দেয়ার মানেটা কি দাড়ায়?? এটা কি আদালতের ফাঁশি না সরকারেরই ফাঁশি !
এই সহজ স্বীকারোক্তি, অবলা নয়নে দেখতে পাচ্ছি আমরা যারা ফাঁশি চাচ্ছি সমগ্র আদালত ৫ টন দেখার মতোই দেখেও না দেখার ভান করছি। অর্থাৎ পত্রপত্রিকা (প্রথম আলো) , সমর্থক গুষ্টিকে এর বিপক্ষে কথা বলতে দেখলাম না!
যে বিচারক যাবজ্জীবনকে দিলেন মৃত্যু দণ্ড আবার সেই বিচারক কতিপয় তেলাপোকা রাজাকারের আবেদনে সায় দিয়ে নির্ধারিত সময়কে বর্ধিত করলেন!! বিচিত্র তুমি নাগরিক বিচিত্র তোমার ধরা। চোর যখন চুরি করে তখন গ্রেহস্তের জন্যে সামান্য কিছুও রেখে যায়, এটা কি সেই রকম অন্যায় যা করে নিজেকে পশমিত করার সামান্য প্রয়াস??বলতেই হয় ডাল মে কুচ কালা হেয়্! দুক্ষ লাগে প্রগতিশীল আমি অথচ এই সহজ যুক্তিতেও আমি বধির, অন্ধ।
©somewhere in net ltd.