![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সকাল এক চিলতে মেঘের পালকে ভাসতে থাকা শরত ঋতুর ধূসরতা,আগমনীর মায়াবী চোখের চাউনি। রাত নেমে এলে বিষণ্ণ সুন্দর চণ্ডী রূপের অন্ধকার! শুধুই ঘুরপাক খায়, বসে থাকে না
নীরব দুপুর আর মধ্যরাত! স্বপ্ন যদি এমন, তবে কেমন আমি? ভাবতে থাকি! তোমাকে নিয়ে কবিতা লিখি।
যখন তখন কেমন পাখি
ডাক দিয়ে যায় হৃদয় জুড়ে
রাত পোহালে দেখা হবে
সবুজ ঘাসের আল পথে
এমন যদি কবি হতাম - তোমাকে নিয়ে শুধু লিখি
আঁকি তোমার মনের ছবি পেয়ে যেতাম -ছায়া ময়ী
জাম জারুলের বন!
মিশত আকাশ আমার সাথে খেলত বাতাস অসীম পানে হাসত সে রূপকথার হাসি।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্।
+
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: ভাল
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
ফেলুদার তোপসে বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।