![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিছানায় শুয়ে,টেবিলে বা মেঝেতে বসে,ডায়েরীতে যেটা লেখেন, সেটা নিজের জন্য ইচ্ছেমত লেখা। যখনই অন্যকে দেখাতে যাবেন,সেটা অন্যের জন্য লেখা, যেক্ষেত্রে অন্যের রুচিটাকে প্রাধান্য দিতে হয়।
কথাটাতো বলছি আমি-
গল্পের আভাসে,
চাইলে তা শুনতে পারো-
নইলে কী যায়-আসে?
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
যায়েদ আল হাসান বলেছেন: তারপরে আর কি?
ভ্যাজর ভ্যাজর-ঘ্যানর ঘ্যানর
শুনেই বা লাভ কি?
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২১
খায়রুল আহসান বলেছেন: বাহ, কথা আরেকটু বাড়িয়ে দিন, গল্প ছেড়ে কবিতায়ও।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
যায়েদ আল হাসান বলেছেন: জানিনা কীসব লিখছি ছাইপাশ-
তবে আরো বলতে চাই,
পাছে কিসব বলবে লোকে-
বুকে বড়ো ভয়যে পাই।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অল্পকথায় সুন্দর ------------------
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
যায়েদ আল হাসান বলেছেন: কৃতার্থ অধমের অঞ্জলি গ্রহণ করুন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুকাব্য
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
যায়েদ আল হাসান বলেছেন: একরাশি ধন্যবাদ, আপনার প্রতি-
আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: অনু কবিতা অর্ধেক সুন্দর ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
যায়েদ আল হাসান বলেছেন: সেটা কেমন? কেমন সেটি? জানতে ইচ্ছে হচ্ছে ভারি
অর্ধেক সন্দেশ ভারী মজা- পঁচা বাকি টুকু তারি?
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: ঠিক শুনলে শুনুক না শুনলেও ক্ষতি নেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৪
যায়েদ আল হাসান বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারপর?