![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
"কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত ।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার"
আর কত! আর কত পোড়াবে তোমরা আমাদের!!!!
তোমাদের নোংরা রাজনীতির খেলায় আমাদের জীবন আজ বিপন্ন ।
একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যে মানুষগুলোর সপ্ন আজ তোমরা পুড়ে ছাই করে দিলে তা কি কখনো ফিরিয়ে দিতে পারবে?
পারবে কি ফিরিয়ে দিতে সেই পরিবার গুলোর কাছে তাদের প্রিয় মানুষদের?
হাহ !! জানি পারবেনা কখনো . . .
একদিন সবকিছু ভুলে যাবে তোমরা,
শুধু সেই ভেজা চোখগুলো শুকোবেনা কখোনো ..
ভুলতে পারবেনা তারা এই দুঃসহ স্মৃতি গুলো . . .
©somewhere in net ltd.