![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
অখিল ভারত হিন্দু মহাসভা ভ্যালেন্টাইন ডে’র পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ‘বেটি বাঁচাও, বহু লাও’ নামের এই কর্মসূচিতে হিন্দু যুবকদের অন্য ধর্ম বিশেষ করে মুসলিম নারীকে বিয়ে করার জন্য উৎসাহিত করা হয়েছে। এটি করতে পারলে ওই হিন্দু ছেলেকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
ধরমপাল সিওয়াচ বলেন, "যে হিন্দু ছেলে মুসলমান নারীকে বিয়ে করবে তাকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।"
তার দাবি, ‘মুসলমানরা ‘লাভ জিহাদ’-এর মাধ্যমে বিয়ে করে মেয়েদের নিপীড়ন করছে। কিন্তু আমরা তাদের মেয়েদের সম্পূর্ণ স্বীকৃতি দেব। তাছাড়া বিয়ে করলে তাদের কর্মসংস্থানের জন্যও সহযোগিতা করা হবে।’
এর আগে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ‘হিন্দু মহাসভার পক্ষ থেকে বলা হয়, যদি কোনো মুসলমান বা খ্রিস্টান ছেলেকে হিন্দু মেয়ের সঙ্গে দেখা যায়, তাহলে প্রথমে ভালোভাবে ধর্মান্তরকরণের জন্য বলা হবে। যদি তা না মানে তাহলে তাকে অপহরণ করে জোর করে হিন্দু রীতি অনুসারে বিয়ে দেওয়া হবে।
সূত্রঃ Click This Link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
আশালিনা আকীফাহ্ বলেছেন:
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ এই বেকুবদের হেদায়েত দান করুন, আমিন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
আশালিনা আকীফাহ্ বলেছেন: আমীন।।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
নীল আকাশ ২০১৪ বলেছেন: হিন্দু যুবকেরা কি বাস্তবে এতটাই ব্যর্থ, যে তাদেরকে মুসলিম মেয়ে বিয়ে করার জন্য টাকার লোভ দেখাতে হয়? বোম্বে, গাদার, ভীরজারা - সিনেমাগুলি দেখে তো এমনটা মনে হয়না। হিন্দি সিনেমা দেখলে তো মনে হয় মুসলিম নারীরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করার জন্য মুখিয়ে আছে। বাস্তবতা আসলে কখনোই সিনেমায় ধরা পড়েনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
আশালিনা আকীফাহ্ বলেছেন: সিনেমা দিয়ে বাস্তবতা-কে বিচার করা হাস্যকর।
তাদের ভয় হলো একজন হিন্দু যখন মুসলিম বা খৃষ্টান-কে বিয়ে করে তখন সাধারনত হিন্দু ব্যক্তি মুসলিম বা খৃষ্টান ধরমে ধর্মান্তরিত হয়। তাই তারা এই ধরনের পাগলামি উদ্যোগ নিচ্ছে যা সফল হবার নয়।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
গরু গুরু বলেছেন: অই বলদের DNA পরিক্ষা করলে বুঝা যেত অ আসলে কিসের জন্মা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
আশালিনা আকীফাহ্ বলেছেন: ভাই, বিনয়ের সাথে অনুরোধ থাকবে কাউকে খারাপ ভাষায় মন্তব্য করবেননা। সবার বুঝ-তো একরকম নয় ভাই।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
নূসরাত তানজীন লুবনা বলেছেন: দুনিয়াটা অদ্ভুত থেকে অদ্ভূতর হচ্ছে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
আশালিনা আকীফাহ্ বলেছেন: হুম আপু ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ এই বেকুবদের হেদায়েত দান করুন, আমিন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
আশালিনা আকীফাহ্ বলেছেন: আমীন ।।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
ঢাকাবাসী বলেছেন: অসুবিধাটা কি?
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: জোর জবদস্তির ব্যাপারটি অসমর্থনযোগ্য ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
অামিও সুখী বলেছেন: পৃথিবী টা পাগলদের হাতে চলে যাচ্ছে ...............।
আমরা শুদু লিখে যাচ্ছি .........।।