![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
অবাক হয়ে নিজের বুক চেপে হৃদস্পন্দন নিলাম। এইতো, পৃথিবীর এই সময়টায় বাংলাদেশ নামের এক দেশে বেচেঁ আছি। কতদিন আছি জানিনা কেননা একে তো মৃত্যু ব-দ্বীপ বলেন অনেকে।
'যে মারা যাচ্ছে সে জানেনা কেন মারা যাচ্ছে,
যে মারলো সে জানেনা কেন হত্যা করছে' -- রাসূলুল্লাহর সাবধানবানী দেয়া এমন সময়টা কি চলে এলো নাকি?
এ তো তাহলে ভয়ংকর সেই সময় যখন খুবই
সতর্ক থাকতে হবে, এমন সময়ে অসচেতন
হলেই অনেকের মৃত্যু সরাসরি জাহান্নামে নিয়ে যাবে।
যেদিন দেশজুড়ে অগণিত খুন, আগুনে দহনে,
বোমায়-গুলিতে মানুষ মরে লাশ হয়ে গেলো,
সেদিনও চেলসি-ম্যানইউ, মুভি-সং, হ্যাং-
আউট, ক্রাশের গল্প লিখে রাত কাটিয়েছে অনেক তরুণ-তরুণী, যুবক-যুবতী।
অনেকগুলো বছর ধরে একটি রাস্ট্রীয় ও সামাজিক পরিবেশ তৈরি করা হয়েছে অন্যায়কে হজম, লালন করার উপযোগী করে। এখন সেই প্রজন্মে ছেয়ে আছে দেশ যারা নির্বিকার, ক্যারিয়ারভাবনায় মজে থাকা, সমাজ ও রাজনীতি অসচেতন, অমানবিকতায় ভরপুর একদল অদ্ভুত প্রাণী।
হয়ত পৃথিবীর শেষ সময়ের খুব কাছাকাছি আমরা। হয়ত আর কয়েকশত বছরের মাঝে কিংবা হয়ত আরো কম বা বেশি সময় পরে কিয়ামাতপূর্ব বড় ঘটনা ঘটবে। হয়ত দাজ্জালের ফিতনাতে অন্ধভাবে ডুবে যাওয়ার মানুষ তৈরি হচ্ছে এখন এসবের মধ্য দিয়েই।
আল্লাহ আমাদের হিফাজত করুন।
অন্যায় যখন গৃহীত সবখানে, অনিয়ম যখন নিয়ম,
অত্যাচারী যখন সম্মানিত --তখনও যেন
আল্লাহ আমাদেরকে সরল-সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ যেন আমাদের এমন ঈমান দান করেন
যা আমাদের জান্নাতে নিয়ে যাবে। নিশ্চয়ই
সমস্ত ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ।
--- " সুন্দর জীবনের স্বপ্ন "
©somewhere in net ltd.