![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
কিছু কিছু মেয়ের দারুণ চামড়া, তাদের নাক-মুখ-চোখ-থুতনি-ঠোঁট-চুল-গড়ন-কান সব সুন্দর। এক কথায় মেয়ে গুলো অনেক সুন্দরী। আপনার সামনে দিয়ে এই রকম মেয়ে গুলো গেলে আপনি হয়তো দ্বিতীয়বার তাকাবেন। কিন্তু এই রকম কিছু মেয়ের মনের কুত্সিকতা তাদের সৌন্দর্যকে ছাপিয়ে যায়। তখন তাদের ভীষণ কুত্সিত মনে হয়, তখন আর তাকে সুন্দরী মনে হয় না।
আবার কিছু কিছু মেয়ে দেখতে কোনও রকম কিংবা অতটা ভাল না, কালো কিংবা শ্যামলা, কুত্সিত। আমি বোঝার অর্থে তাদের কুত্সিত বললাম। এই রকম কিছু কুত্সিত মেয়ে গুলোর ব্যবহার আর মনটা এত সুন্দর যে, আপনার সামনে দিয়ে গেলে আপনি বারবার তাকাবেন। তখন তাকে অসুন্দর কিংবা কুত্সিত মনে হয় না।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ রাত ১২:২৪
বিপরীত বাক বলেছেন: বিদ্বেষপূর্ণ লেখা।
বড়সর ছ্যাঁকা খেয়েছিলেন নাকি ভাই ? সমবেদনা রইল।