![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
সৃষ্টির মিরাকেল হত্যা করার অধিকার আমার নেই। আছে, তাবিজ দিয়ে মানুষ ভালো করা যায়, পানি পড়া দিয়ে জ্বর ভালো হয়, তন্ত্র মন্ত্র দিয়ে বশ করা যায়।
আহা কি কুসংস্কারে আমি। কি বলছি এসব! কিন্তু মিথ্যে বলছি না। মিরাকেল যেমন অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করা রোগীর সাথে হঠাত্ করে হতে পারে, তেমনি মিরাকেল কোনও পাপিষ্ঠাকে পূণ্যবান করে দিতে পারে।
মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থাকাই মিরাকেল! ছোটবেলায় কঠিন অসুখ এভাবেই ঠিক হয়ে গেল! কিংবা তিন বছর বয়সে পুকুরে পড়ে গিয়ে কিভাবে বেঁচে গেলাম! সৃষ্টির মিরাকেল সৃষ্টিই ধরে রেখেছে। এর হত্যা করার অধিকার আমার নেই।
কিছু অজানা রহস্য পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত অজানাই থাকবে। তা জানার চেষ্টা করে সৃষ্টির মিরাকেল হত্যা করতে চাই না। হয়তো সৃষ্টির মিরাকেল বাঁচিয়ে রাখতে এখনও বেঁচে আছি...
©somewhere in net ltd.