![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
একটা মেয়ের মনে যখন অন্য ছেলে থাকে তখন হাজার চেষ্টা করেও নিজের জন্য তার থেকে ভালবাসা আদায় করা যাবে না।
তুমি যদি লেজের মতো ওই মেয়েটার পেছনে পড়ে থাকো, তাহলে জাস্ট তোমার থেকে রেহাই পাওয়ার জন্য ওই মেয়েটা "হ্যাঁ" বলবে। এমন সিচুয়েশন ভীষণ পেইন দেয়। তোমাকে তো দিবেই, ওই মেয়েকেও দিবে। তোমাকে আঠার মতো লেগে থাকা আবর্জনা মনে করবে সে। তার থেকে তুমি কখনওই ভালোবাসা পেতে পারো না।
তাহলে কি করবে?
ছেড়ে দাও ভাই। একটা মাঠে যখন তুমি চুপচাপ বসে থাকবে, একটা প্রজাপতি তোমার কাঁধে অবশ্যই এসে বসবে (একাধিকও হতে পারে)। কিন্তু তুমি যদি সারাদিন ওই মাঠে একটা প্রজাপতিকে ধরার জন্য ছুটতে থাকো, তাহলে কোনও দিনই ওই প্রজাপতি ধরতে পারবে না।
অনেকের কাছে এই কথা গুলো এক কান দিয়ে ঢুকবে অন্য কান দিয়ে বেরুবে। আমি জানি কারণ! কারণ, তুমি ওই মেয়েকে সত্যিকারের ভালোবাসো। এমন কথা শুনে মাইন্ড চেঞ্জ করা অনেক কঠিন...
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: হতে পারে, তবে পরিস্থিতি অনেক কিছু বদল করে দেয়।