![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
মেয়ে তোমাকে বলেছিলাম ওই ছেলেদের সাথে কথা না বলতে। তুমি কেবল ভাবলে আমি তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছি। কিন্তু এটা দেখলে না, আমি তোমার ভালো চেয়েছি।
মেয়ে তোমাকে বলেছিলাম চুলে তেল দিতে। তুমি ভাবলে, আমি কেবল তোমাকে তোমার অপছন্দের কাজ গুলো করতে বলি। এটা দেখলে না, চুলে তেল দিলে তোমার ওই সুন্দর চুল গুলো ঠিক থাকবে।
মেয়ে তোমাকে ফার্স্ট ফুড খেতে মানা করেছিলাম। তুমি ভাবলে, আমি এবার তোমার খাবারের স্বাধীনতাও কেড়ে নিচ্ছি। এটা দেখলে না, ফার্স্ট ফুড না খেলে তোমার শরীর ভালো থাকবে।
মেয়ে তোমাকে বলেছিলাম, সন্ধ্যে বেলা বের না হতে। তুমি ভাবলে আমি তোমার জীবনটাকে তামা তামা করে ফেলেছি। কিন্তু এটা দেখলে না, ওখানে আমার অপরিমেয় ভালোবাসা লুকিয়ে ছিল।
মেয়ে তোমাকে বলেছিলাম, আমি তোমার বন্ধুও। কিন্তু তুমি আমাকে কেবল প্রেমিক ভাবে সব লুকিয়ে গেলে।
মেয়ে তুমি আমাকে কখনও চিনতে পারনি। এজন্য এই মূহুর্তে, আমি তোমার থেকে এত দূরে।
২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২২
সত্যের কাফেলা বলেছেন: চলে গেলে ভাই নতুন আরেকটি পাবেন
৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৫
অতৃপ্তচোখ বলেছেন: বাস্তবিক
ভালো লিখেছেন ভাই ----
৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২
ঘটক কাজী সাহেব বলেছেন: +++++++++++++
৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৭
বিপরীত বাক বলেছেন: সত্যের কাফেলা বলেছেন: চলে গেলে ভাই নতুন আরেকটি পাবেন
৬| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৬
রিফাত_হাসান বলেছেন: বিপরীত বাক বলেছেন: সত্যের কাফেলা বলেছেন: চলে গেলে ভাই নতুন আরেকটি পাবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৫
আর. এন. রাজু বলেছেন: মেয়ে তুমি এখনো আসিফ কে চিনতে পার নি, সে তোমাকে অনেক ভালোবাসতো।