নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ দূরবীন

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

ক্যামেরার আলো পবিত্রতা পায় উলঙ্গ সুন্দরির হাঁসিতে

শত শত সুশিলের অভিশাপ জমে পতিতার পাপিষ্ঠ আধারে।

প্রেমের ইশতেহার অনুযায়ী প্রেমিকার ঠোঁটে জমে চুম্বনের লালা

শুধু বাহারি কবিতাভরা স্তনের ভিতর হাসে বিস্বাসঘাতক সিফিলিস।



পাজেরো বা মারসিডিজে দৌড়ে চলে পুজিবাদি বিত্ত ও বৈভব

নামিদামি রেস্তোরাতে চলে মহা উৎসাহে মহাভোজ।

দিন শেষে টোকাইয়ের পলিথিন ভরে ওঠে শুধুই বিদীর্ণ স্বপ্নে

শ্রমিকেরা মরে পরে থাকে যেন হাবিয়ার আগুনে পোরা বেওয়ারিশ লাশ

সিমেন্ট,রড প্রভৃতি সুবিধাবাদি দেবতার ধ্বংসস্তুপের নিচে

গারমেনটস এর শেলাই মেশিন চালিয়ে যায় অবচেতন ঘর্মাক্ত চেতনা।



সুদখোর ব্যবসায়ী এতিমখানায় টাকা দিয়ে সাঁজে দানবীর

নিষ্পাপ এতিমদের ইফতারে জোটে কিছু শয়তানি রোজগার।



নিয়মিত সিজদায় কপালে পরে গেছে পবিত্র ঈমানের চিহ্ন

নামাজ শেষেই অর্থের কাছে ঈমান হয়ে যায় বিক্রি

আল্লাহকে বেমালুম ভুলে সততাকে ফাসি দিয়ে মেরে ফেলেন

মন্ত্রনালয়ের লাল ফিতার দৌরাত্মে ইমানদার আমলা।



পরাজিত জীবনের মলমুত্রে ভেসে চলে মুক্তিযোদ্ধাদের প্রান

লাল সবুজের পতাকা নিয়ে গাড়িতে চলে বেরায় ঘৃণিত রাজাকার।

শহিদের আত্মা ফেরারি ঘুরে ফিরে বধ্যভুমিতে

শেষ বিচার না পেয়ে বেহেশত যে হয়ে আছে হাবিয়া দোযখ ।



পঁচাত্তর বার বার হেসে চলে নির্বাক একাত্তরের মুখে

সৎ মানুষেরা লুকিয়ে বেরায় স্বার্থের নপুংশুক কনডমে

ধারমিকেরা চুশে যান শয়তানের থুতু ভরা তেতুল

ভয়াবহ কালরাত্রির অমাবশ্যা শীঘ্রই সমাগত

ঈশ্বর আসমানে খেলেন কোলাভেরি,

ফেরেস্থারা মৃত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.