![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের চিল বামের আকাশ থেকে ক্রমাগত
উড়ে চলে ডান আসমানে। এ দেখে হতাশ মার্ক্স
"দাস ক্যাপিটাল","কম্যুনিস্ট ম্যানিফেস্টো" ছিড়ে ফেলে
অনুতপ্ত মনে তওরাতের মধ্যে করেন তালাশ-
পুজির পতন, সাম্য নিয়ে নির্ভুল ভবিষ্যৎবাণী;
যেন বিশুদ্ধ তত্ত্বের জন্য দরকার বিশুদ্ধ আফিম।
প্রিয় সোভিয়েত ইউনিয়নের কবরের পাশে
বিলাপে কাতর অদম্য লেলিন।কোথাও বিমর্ষ
এবং করুণ সুরে বাজে "দ্যা ইন্টারন্যাশনাল।"
ইতিহাস লেনিনকে বলে"বৃদ্ধ তুমি স্রেফ ব্যর্থ"।
তিনি কদাচিৎ পারেন ঘুমাতে।ঘুমান যদিও
স্বপ্নে ট্রটস্কির বুদ্ধিদীপ্ত মুখ দেয় তারে শান্তি;
কিন্তু "কমরেড" বলার আগেই দৃশ্য ভেঙ্গে পড়ে
কার অট্টহাসির ধ্বনিতে?চোখ মেলে দেখেন
রক্তভরা গ্লাস হাতে দাড়িয়ে স্টালিন তার দিকে
সকৌতুকে হাসে।"বিপ্লবের রঙ লাল। রক্ত লাল।"
ঈশ্বরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো আছে শুয়ে
অক্ষত আর অজর মাওয়ের জ্যোতির্ময় লাশ;
তবু মাঝে মাঝে সেই দ্যুতি হয় বেজায় বিব্রত;
তিন কোটি বেনামা চীনার হাড়গোর যখন হঠাৎ
জড়ো হতে থাকে ক্রমে ক্রমে।হায়!যেন মনে হয়
নূহের প্লাবন!এক্ষেত্রে কেবল পানির বদলে
দুর্ভিক্ষপীড়িত পুষ্টিহীন হাড্ডি।তবু নেই ভয়;
লাল ফৌজ জানে ভালো করেই ইতিহাসের ভূত-
প্রেতাত্মা তাড়াতে।তিয়েনমিয়েনে জমা হয় লাশ
জ্যামিতিক হারে।শান্তিতে ঘুমান মহামতি মাও।
সৃষ্ট ফাকামাঠে গোল দেয়ার সুবর্ণ সুযোগে ঈশ্বর
ফের নেমে আসেন ধরায়। তিনি এবার নিলেন
মুখরোচক কতক নাম।এগুলির লিস্টি নিম্নেঃ
ওয়ার্ল্ড ব্যাঙ্ক,মাইক্রো ক্রেডিট,মহা বিশ্বায়ন
ন্যাটো,কর্পোরেট সোসাইটি,লাভঅন্ধ মধ্যবিত্ত.........
তিনি ধর্মগ্রন্থগুলোর দিলেন নব্য সংস্করন;
যাতে শুধু লেখা "পুজি সত্য,পুজিই পরম প্রভু" ।
শয়তানের সহিত তর্ক করে করে তিনিও এখন
শয়তান-টাইপ চালাক।নয়তো কিভাবে হায়
মুনাফাখোর বণিক সন্তানের পিঠে ঝোলে ব্যাগ ,
যে ব্যাগেতে আঁকা চে'র ছবি তাকিয়ে থাকে নিষ্প্রাণ;
মূর্খ বালকের হেডসেটে বিপ্লবী ব্ল্যাক মেটাল ;
অবশ্য হুন্ডাতে লেখা বড় করে "আল্লাহর নামে
চলিলাম"। এখন যাবেন কোথায় চে?বলিভিয়া?
আবার বলবেন কি "হাস্তা লা ভিক্তোরিয়া সিয়েম্প্রে"?
হৃদয়ের কান পেতে আছে আজো শোষিত মানুষ।
©somewhere in net ltd.