![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা লাল ড্রেস চাই
আমি চাই ড্রেসটা যেন সূক্ষ্ম-কোমল আর সস্তা হয়
আমি চাই ড্রেসটা যাতে বেশ টাইট হয়
আমি চাই এই ড্রেসটা পরে থাকতে
যতক্ষণ না পর্যন্ত কেউ এটা আমার দেহ থেকে ছিঁড়ে ফেলে।
আমি চাই ড্রেসটা যাতে স্লিভলেস আর ব্যাকলেস হয়
যাতে কাউকে বৃথা আন্দাজ করতে না হয়
ভিতরে কী আছে।
আমি হেটে যেতে চাই
থ্রিফটিদের দোকান আর হার্ডওয়ার স্টোরসংলগ্ন রাস্তা দিয়ে
যেখানে জানালায় চাবিগুলো চকচক করে ।
আমি মিস্টার আর মিসেস অং এর ক্যাফের পাশ দিয়ে
হেটে যাতে চাই;যেখানে তারা একদিনের বাসি ডোনাট বিক্রি করে।
আমি গুয়েরা ভাইদের দোকানের পাশ দিয়ে হেটে যেতে চাই
যখন কাঁধের উপর শূরগুলি উঁচু করে তারা শুকরগুলোকে
ট্রাক থেকে ট্রলিতে ছুড়ে মারে।
আমি হাটতে চাই যেন বা আমিই একমাত্র নারী
এই পৃথিবীতেঃআর আমার যা পছন্দ পেতে পারি।
আমার ঐ লাল ড্রেসটা চাই ই চাই
আমি চাই --এই লাল ড্রেস
আমাকে নিয়ে তোমার সব ভয়ংকর ভয়কে নিশ্চিত করুক।
যাতে তুমি দেখতে পারো
কত অল্প আমি তোমার ব্যাপারে অথবা
আমার পছন্দের বাইরের কোনকিছু নিয়ে কেয়ার করি।
খুজে পাওয়ার পর; আমি সেই পোশাকটিকে হ্যাঙ্গার থেকে
টেনে নিব;যেন বা আমি বাছাই করে নিচ্ছি একটি পছন্দের শরীর
যেই শরীর আমাকে নিয়ে যাবে এই পৃথিবীতে
নিয়ে যাবে পৃথিবীর সব জন্মবেদনা আর প্রেম বেদনার
ভিতর দিয়ে।
এবং আমি এই ড্রেস পরে থাকব অস্থির মতন
চামড়ার মতন।শালার!এই ড্রেসেই আমাকে
কবর দেয়া হবে।
©somewhere in net ltd.