![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সময় কেটে গেছে প্রজনন-চিন্তাহীন
নির্বাণ লাভের সাধনাতে যেন পেয়ে গেছি সিদ্ধি
মনে হয় সহসা গৌতম আমার অস্তিত্বে লীন
আমার পবিত্র নামে পাচ্ছে স্বর্গের দালান বৃদ্ধি ।
উচ্ছ্বসিত রঙ্গমঞ্চে নামে আচমকা অন্ধকার
নিঃস্তব্ধতায় শুধুই শোনা যায় সাপের হিসহিস
অশুভ ওঙ্কারে ধসে পড়ে যীশু গীর্জার প্রাকার
সেথা নীল আলো চোখে নিয়ে দাঁড়ায় ইবলিস।
অবক্ষয় বুক উচু করে আছে প্রেমিকার মত
চোখের সামনে ঝোলে মহালোভন গন্ধম ফল
এই ক্ষণে মানুষ কী করে এড়ায় পাপের ক্ষত ?
জলপাই পাতা লজ্জা ঢেকে আছে ; স্বর্গ খানখান
নেপথ্যে যাজক বৃথা কেন ছেটান পবিত্র জল ?
পাপেই প্রত্যাবর্তন ; জানি আমি আদম সন্তান।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লেগেছে
দারুন ভাবে উপভোগ করলাম
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
জনৈক অচম ভুত বলেছেন: ছন্দময় কবিতা ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
মধ্য রাতের আগন্তক বলেছেন: ভালো লেগেছে ।