![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো যখন মোবাইল কম্পিত হয় এবং
এক অদ্ভুত ডিজিটাল খামের ছবি ভাসে স্ক্রিনে
এবং হৃদয়ের ইট ভাটায় উঠে দাঁড়ায় বোটানিকাল গার্ডেন
মনে হয় স্বর্ণালী মজুমদার ফিরে এসেছে।
যদিও মস্তিষ্কের সার্কিটে যুক্তিবিদ্যা দেয় বাঁধা
তদুপরি অফিসের কর্তার উচু চেয়ার দেয় তাগাদা
এবং ভীষণ অর্থহীন মনে হয় কালো এক নারীর ভালোবাসা
জেনেশুনে তবু মাঝে মাঝে করা যায় মুনাফাহীন বিষপান।
অপারেটর থেকেই এসে থাকবে সেই উত্তেজক এনভেলাপ
সেই নিরেট সত্য উদঘাটনে অতিরিক্ত ব্যথা জমে না আর বুকে
অথচ স্মৃতির মাদক ততক্ষণে পড়েছে ছড়িয়ে স্নায়ুর রন্ধ্রে রন্ধ্রে
মনে প্রাণে মর্ষকামী বেদনাখোর এক কবি জেগে উঠেছে ।
মাইক্রোচিপের গহীনতম ভাগাড়ে এখনো জ্বলে কোহিনূর
পার্থিব সব তাগাদা ছেড়ে এসে হাটু মুড়ে বসি তার কাছে
বহুদিন মরা গলিত লাশ ঘেটে ঘেটে শুধুই হাস্নাহেনার ঘ্রাণ কুড়াই
স্বর্ণালী মজুমদারের মেসেজে ভুল ইংরেজি হরফে লেখা ' vhalobasi '
কোন বিষে বিষ কম , কোন বিষ সহনীয় বেশি
এই অঙ্ক কষে কষে চলে যায় আমাদের জীবন
অথচ আমরা নাকি এতদিন কেবলি সুখ খুজে এসেছি ?
আমরা নাকি এতদিন নির্মাণ করেছি ব্যক্তিগত স্বর্গ ?
তবু এতসব জেনেশুনেও আত্মহত্যা করা সহজ নয়
সি ড্রাইভ ফরম্যাট দেয়ার মত সহজ নয় মানুষের জীবন
হৃদয়ের একেকটি তারে স্মৃতির কাক এসে বার্স্ট করালে ট্রান্সফর্মার
সেই অশুভ শব্দের গভীরে বেটোফেন শোনাই নিয়তি ;
ফলে ফেসবুকে প্রতিদিন যদিও ভাসে তার স্বামী ও সন্তানের মুখ
এবং তার প্রৌঢ় ঠোটে ঝুলানো হাসিতে তাকে সুখীই মনে হয় ;
ভাইরাসাক্রান্ত ফাইলের মতন বাড়তে থাকে ভিতরে বুকের বামপাশ
বেডরুমে ঢোকার আগে মনে হয় , এখনি কেউ বুকে হাত দিয়ে
উন্মত্ত সেই প্রেমলোভী মাংসপিন্ডকে জননীর মতন বলবে
' এই তো খোকা । আমি পাশে আছি। শান্ত হও। '
বলবে না হয়ত , না বলাই সঙ্গত , না , বলবেই না ,
বলতেও তো পারে , প্রেমে সেও বিশ্বাসী হতে পারে ;
খবরে প্রায়ই তো শোনা যায় , যীশু ফিরে আসছেন।
২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
বিজন রয় বলেছেন: আজ সন্ধ্যায় কয়েকটি ভাল কবিতা পড়লাম, তার ভিতর এটি অন্যতম।
৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪
আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ বিজন দা। আপনার সাহিত্যরুচি সত্যিই প্রশংসনীয়।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
বিজন রয় বলেছেন: হারড ডিস্ক।
স্মৃতির ভান্ডার।