নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

মডেল

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

কেবলি দরোজা খোলার শব্দ ;
আড়াল থেকে সঙ্গী খোজা
উপস্থিত চোখে শুধু শূন্যতার সন্ধান ;
কেবলি দরোজা বন্ধের শব্দ

সিমেন্টের বিশ বাই বিশ ইঞ্চি খোপ ;
ছয়শ কোটি সত্ত্বা থেকে বিচ্ছিন্ন দ্বীপ ;
চেহারার উপর ডেস্কটপের বিমর্ষ আলো ;
কোথাও কেউ নেই

এই হননময় ক্ষণে প্রজনন-ই নির্বাণ ;
ইট আর চুনের চামড়া ভেদ করে
মানুষের মৌলিকতম অঙ্গ উঠে দাঁড়ায় ;
পচা গলা চক্ষুতে ধানের শীষ দুলে ওঠে

অন্তর্জালের অলিতে গলিতে বেশ্যার দালাল
সিগ্ন্যালে সিগ্ন্যালে ফেলে রাখে নমুনা স্তন , যোনী ;
পাচ তারা হোটেলের উচ্ছিষ্টে এখন যদি ডুবাই মুখ
তবে দুর্ভিক্ষগ্রস্ত আমার একটুও খারাপ লাগবে না ;

ক্ষিধে লাগলে যে শরীর দিবে তার মাংসই খাবো
মাড়ির দাতের আগ্রাসনে তবু কোনো ব্যক্তিগত কিছু নেই ;
হাজার হাজার লোকের সাথে একই মাংস চিবোলে তাতে
কোনো হিংসা থাকে না ; আমরা সবাই এক গোত্রের কুকুর

যে ঈশ্বরীকে আমরা বলি দেই বদ্ধ ঘরের অন্ধকারে
তাকে পত্রিকার ভাষায় মডেল বলে অভিহিত করা হয় ;
বিকৃতির শেষতম বাকের নিঃসঙ্গ মঞ্চে সে-ই পরম ত্রাতা
আমরা এই পুণ্যাত্মার আমিষে সন্ধান করি অভিষ্ট নির্বাণ ;

এই বোধিদ্রুমময় কালে কে কাকে খুন করে কেউ খবর রাখে না
বস্তুত খুনী ও শিকার আড়ালে আবডালে নিয়ে নেয় ঘটনার মুনাফা
তাদৃশ হে দেবী , তোমার ধর্ষণ নিয়ে তুমি আমি সর্বক্ষণ নির্বিকার
প্রকৃত প্রস্তাবে ধর্ষণের পর তুমি আমি একসাথে করি যথাক্রমে

লাইক-শেয়ার-ভিউ এবং স্খলিত বীর্যের ঐচ্ছিক বাটোয়ারা ;

মূলত মুক্তবাজার অর্থনীতি কাউকেই হতাশ করে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

সাগর মাঝি বলেছেন: দারুন হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

সাগর মাঝি বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.