নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

অ্যাশট্রে

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

তুমি সংসার নামের সুরম্য মোড়কে ঢেকে রাখো
অতীতের সব বেদনার নিকোটিন;
স্বামীর বাহুডোরে অথবা সন্তানের চুম্বনের আপাতসুখে
বহু কষ্টে ফিল্টার করতে চাও পরকীয়ার কামনা;
দিনশেষে সেই প্রেম সেই স্মৃতি ঠিক ই স্মোক করে তোমায়
স্বামী সন্তানের মাঝে তুমি শুয়ে শুয়ে পুড়ো বাসনার আগুনে ;
এসব জানি; জেনে যে বড্ড খুশি তা অবশ্য নয় ;
তোমার দহনের পর পড়ে থাকা ছাই যে জমা হয় আমারি বুকে ;
আমার বুক আদিকাল থেকে থেকে অদ্যাবধি তোমার জন্য
এক অবরুদ্ধ অ্যাশট্রে।।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।
+

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: বেদনার নিকোটিন
হা হা হা ,,,,,,,
ভাল লিখেছেন। ধন্যবাদ

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

আশিক হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০

কালনী নদী বলেছেন: হায়রে সিগারেট!

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

আশিক হোসেন বলেছেন: এই আর কি। একটা বাজারি কবিতা লিখলাম অনেকদিন পর

৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: ভালোই লাগল লেখা :)

৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৮

সাগর মাঝি বলেছেন: চমৎকার লিখেছেন.....
আসলে সিগারেটের নিকোটিনের চেয়ে হাজারগুন কষ্ঠ দেয় মনের ভিতরের বেদনার নিকোটিন..!!!!

১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৯

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই। মজার কথা হলো এই কবিতাটি যখন লিখি তখন আমি নন স্মোকার। হয়ত জীবনে এক দুইবারের বেশি খাইনি সিগারেট তখন। অবশ্য এখন প্রায় চেইন হয়ে গেছি।

৭| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৭

কালনী নদী বলেছেন: আমি নিজেই চেন স্মোকার ভাই তাই দুঃখে বলছি হায়রে সিগারেট কারণ আনার কবিতাটা আমার ভাল লাগছে।
its something like that thing you mostly hate someday become our very own!
অসংখ্য ভালোলাগা রইলো ভাইয়া।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

আশিক হোসেন বলেছেন: এখন এইটাই তো জীবন ভাইয়া। খারাপ না অবশ্য। ভালো থাকবেন। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.