নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

সেফটিপিন

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ব্রোঞ্জের অশুভ দাত বসে আছে তুলাতুল্য গার্মেন্টসে ,
যেন এক গোঁয়ার তালা বসে আছে শিশুপার্কের দরোজায়
ফলে বাইরে থেকে কাদো কাদো মুখে দাড়িয়েছে বালক বালিকা
ভিতরের ঘোড়ার গাড়ির দিকে জলজ দৃষ্টি আর অভিমান নিয়ে ।
জলজ চোখ নিয়ে আমিও শিশুদের মত করে দাঁড়িয়ে আছি
তোমার সামনে আর শিশুদের মত করে করছি প্রতীক্ষা
কখন খুলে যাবে স্বর্গীয় উদ্যানের প্রধান দরোজা
শিশুদের পবিত্র হর্ষধ্বনিতে মুখরিত হবে উদ্যান
এবং হলুদ মৃতপ্রায় পাতাগুলো হবে চিরসবুজ
যুগপত আমি দেখে নিবো তোমার বুকের উন্মুক্ত জমিনে
বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম ;


অদূরে কোথাও আমি তালা খসার শব্দ শুনি
যেন বালক বালিকাদের অশ্রুতে গলে গেছে ধাতব পাষাণ
এখনি শুভ প্লাবনের মত শিশুরা ঢুকে পড়বে নিজস্ব স্বর্গে ;
এখন কি তুমি আমাকে ফিরিয়ে দিবে ? যখন আমার
যাবতীয় কবিতার পঙক্তি অনাথের মত তাকিয়ে তোমারি দিকে ?
চকচকে ব্রোঞ্জের আংটা আতশবাজির মতন উচ্ছ্বসিত শব্দে যদি
ফেটে পড়ে ব্রা হতে এবং তোমার হৃদয়ের আকাশে ছড়িয়ে পড়ে
ছায়াপথের দুগ্ধফেননিভ দ্যুতি সৃষ্টির প্রাক্কালের অনুরূপ মহিমায়
এবং চরাচরের যাবতীয় জীবন তোমার শরীরে এসে করে ভর
তোমাকে কেন্দ্র করে রচিত করে যদি অমরাবতী
সেই মহামহিমতা না দেখিয়ে কি আজ রাতে তুমি আমাকে ফেরাবে ?
শান্ত হও দেবী , শোনো এই কবিতা আমার , শোনো হৃদয় অন্তরে
স্পন্দন আমার কাব্যের স্বরে কথা বলে , দ্যাখো, দ্যাখো হৃদয়ে অন্তরে
আমার কবিতার অক্ষর কালো সুতোর মতন তোমাকে ঘিরে ধরে
শোনো হে দেবী কবিতা আমার , দ্যাখো হে দেবী এই অক্ষর আমার ,

দ্যাখো ,
ধাতব সেফটিপিন নহরের মত তোমার বুকের জমিনে গলে পড়ে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিজন রয় বলেছেন: যুগপত আমি দেখে নিবো তোমার বুকের উন্মুক্ত জমিনে
বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম ;

কোথায় ইঙ্গিত করলেন??
+++

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

আশিক হোসেন বলেছেন: বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্মের দিকে ইঙ্গিত করছি । সেটা আপনার মন মত বসিয়ে নিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.