![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির গেরুয়া শরীরে কিসের দাগ?
নখের আচড়ে জেগে আছে সরু ক্ষত
সেই ঘা'র গর্তে চলে ফিরে শুক্র-স্মৃতি
বালির উপরে যেন চলে ফিরে নাগ
বালক বালিকাদের কোলাহল যত
ব্যস্ত মস্তিষ্কে পাঠায় শৈশব - বিবৃতি
অতীত আবার বুঝ দেয় দায়ভাগ ।
এখানে লাটিম কালো ধূলিতে ভরা ;
কখনো কখনো কেউ আসেনা ফিরে
কিছু দরোজায় নড়ে না আর কড়া
মাঝে মাঝে তবু এই লোকের ভীড়ে
হঠায় লাফায় কবর থেকে মরা
স্বাভাবিক মন খেয়া ডুবায় তীরে ।
ভাঙ্গা লাটিমকে নিয়ে কেন কাঁদো আশিক হোসেন ?
বসের চেয়ার , নারীর নিতম্ব , উঠতি শেয়ার
এইসব বাদে কখনো কাউকে করোনি কেয়ার
ক্যারিয়ারহীন লাটিমে অথচ কেন লেনদেন ?
মূলত জননীর স্তনাগ্র চূড়া তোমাকে এখনো টানে
পৃথিবীর ধূসর বন থেকে পালিয়ে তুমি চলে যেতে চাও
সময়ের বিপরীতে পবিত্রতম পিচ্ছিলতম পথে জরায়ুর ভিতরে
তুমি জানো , এই জগতে সবাই তোমাকে খুন করতে চায়
তুমি জানো , এই জগতে সবাইকে তোমার খুন করা চাই
সুযোগ পেলে তাই একদিন ইস্তফা দিয়ে অফিস কামাই দিয়ে
স্ত্রী সংসার সব ফেলে দিয়ে চলে যেতে চাও গর্ভের আঁধারে
এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে তোমার জন্ম আর না হয়।।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২০
সাগর মাঝি বলেছেন: স্ত্রী সংসার সব ফেলে দিয়ে চলে যেতে চাও গর্ভের আঁধারে
এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে তোমার জন্ম আর না হয়।
অভিমান করে আমাদের ছেড়ে চলে যেওনা আশিক ভাই।
পোষ্ট সুন্দর হয়েছে।