নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

চোখ

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

চোখে কালো রঙ আছে ; চোখে আছে আলো আর আলো ;
চোখে স্বপ্ন জমা আছে ; চোখে আছে বেদনা ধারালো ;
চোখে অনেক মানুষ আছে ; চোখে কিন্তু অনেক মানুষ ;
কেউ কেউ খুব চেনা ; কেউ কেউ শুধুই ফানুশ ;
চোখ কিন্তু খোঁজ রাখে ; কারা কারা কোথায় হারালো ;
চোখ তবু ভুলে থাকে ; চোখে আছে বেদনা ধারালো ;
চোখে কিন্তু অনেক মানুষ ; কেউ কেউ শুধুই পালালো।

তোমার চোখে এখনো ভাসে স্মৃতির ভাঙ্গা ভেলা ;
তোমার চোখে আজো ভাঙ্গে দূর-অতীতের মেলা ;
তোমার চোখে অবাক প্রশ্ন করে শুধু খেলা ;
তোমার চোখে বসে কাঁদে আমার অবহেলা ।


যেহেতু এখনো তোমাকে দেখি ; দেখি পৃথিবীর বুকে তোমার বেঁচে থাকা ;
দেখি দৈনন্দিন সার্কাসে সাতার কাটো চৌকশ ডলফিনের মত ; কুড়াও হাততালি ;
দেখি নগরের চত্বরে তোমার দুটি চোখ সূর্যের মত চেয়ে থাকে ; কাটে বরফ ফালি ফালি ;
দেখি তোমার ভিতরে সিনেমা হলের মতন পুরুষেরা বসে থাকে ; দেখে আকাশকুসুম স্বপ্ন ;
দেখি তুমি প্রেমিকের মাংসল জমিনে রুয়ে যাও ভালোবাসার বীজ ; দেখি বীজ বাড়ে ;
দেখি তোমার চিরুনির দাঁতে লেগে আছে দুই হাজার দশের চুল ; দেখি তুমি খোঁজ রাখো না
দেখি তোমার হাইহিলে প্রতিদিন কবিতাগুলি বেখাপ্পা মরে ; দেখি তুমি জেনেও জানো না ;
দেখি তুমি নীল চশমার ভিতর দিয়ে আমার জানালায় তাকাও ; দেখি দেখেও দেখো না।

তোমার চোখেতে তুমি আছো ; আছে সে এবং পরিজন ;
শূন্যতা কোথাও নেই ; আছে লোকারণ্য আয়োজন ;
সেই চোখে আমি বাদুরের মত উলটো ঝুলে থাকি ;
আলোভরা অন্তহীন উৎসবে আঁধারের ফাঁকি ;
সেই আঁধারে কখনো হয় নই তোমার ভ্রমণ ;
ভীড় থেকে তুমি নিজের ভিতরে করোনি গমন ;
আয়নায় চোখে চোখ রেখে করোনি স্বরণ ;
চোখ হায় ভুলে থাকে ; চোখ হায় দেয় বেদনা ধারালো ;
চোখ হায় জন্ম দেয় ; চোখ হায় দেয় বিস্মৃত মরণ ।

চোখের মন্ডলে অজস্র নক্ষত্র জ্বলে ; চোখ কিন্তু জানে না তাঁরার পরিচয় ;
চোখ শুধু দৃশ্যের ভিতর ডুবে থাকে ; হতে থাকে নক্ষত্রের ক্ষয় ;
চোখ তবু ভুলে থাকে ; চোখ দেখা ছাড়া কিছু পারে না ;
চোখ তবু ভুলে থাকে ; চোখ বিস্মরণ ছাড়া কিছু জানে না ;

চোখে অনেক মানুষ আছে ; চোখে আছে অনেক ফানুশ ;
চোখে আছে একটা মানুষ ; সেই মানুষের নাম নেই ;
চোখে আছে একটা ফানুশ ; সেই ফানুশের রঙ নেই ;

তোমার চোখে অবাক প্রশ্ন করে শুধু খেলা ;
তোমার চোখে বসে কাঁদে আমার অবহেলা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.