নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

রূপান্তর

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬


সবুজ পাখা ঘুরছে , পর্দাগুলো উড়ছে
কেউ কি ডাকছে ? - তুমি ঘরে একা ,
তোমার মত ঠিক তোমার মত
যাচ্ছে কাকে দর্পণেতে দেখা ?

পুরু দু'ঠোট , তার একপাশে তিল
চেনা চোখের কালো আছে সোজা চেয়ে
তবু তাতে যেন খেলে অচিন ঝিলমিল
কেন জানি লাগে ' ও তো অন্য মেয়ে! '

ত্বকের ভিতর জ্বলে ওঠে কোন আগুনের শিখা ?
জ্বলে পুড়ে ছাই হবার ইচ্ছে কেন জাগে ?
যেই গল্প ও বেলাজ কাচে আছে লিখা
তার নায়িকা হতে হঠাৎ ভালো লাগে !

পৌরুষ-পেশল কার হাত দুটি কাছে আসে !
আঙ্গুলের স্পর্শ দেহে পড়লে পড়ুক !
কৌতূহলী সহস্র চোখ লুকায় আছে ঘাসে
লজ্জা যদি কেউ দেখে তবে দেখুক !

চুম্বন তাহার , স্পর্শ তাহার দিয়ে গেছে আঘাত !
খন্ড খন্ড চূর্ণ চূর্ণ পড়ে থাকে বালিকার ডল
দেহের ভিতর মনের ভিতর ভাঙ্গন সারা রাত !
তুমি হে ঈভ! খেয়েছো কি জ্ঞানবৃক্ষের ফল?

আগের তুমি নেই , তাকে খুজো বৃথা আয়নায় !
উড়ে গেছে মেয়েবেলার সব ক'টি ফানুশ
নারী দেহে বালিকারে এখন খোজা দায় ,
নিয়ে গেছে তারে কালের পুরুষ !

সবুজ পাখা ঘুরছে , পর্দাগুলো উড়ছে
কেউ কি ডাকছে ? - তুমি ঘরে একা ,
তোমার মত ঠিক তোমার মত
যাচ্ছে কাকে দর্পণেতে দেখা ?

পুরু দু'ঠোট , তার একপাশে তিল
চেনা চোখের কালো আছে সোজা চেয়ে
তবু তাতে যেন খেলে অচিন ঝিলমিল
কেন জানি লাগে ' ও তো অন্য মেয়ে! '

ত্বকের ভিতর জ্বলে ওঠে কোন আগুনের শিখা ?
জ্বলে পুড়ে ছাই হবার ইচ্ছে কেন জাগে ?
যেই গল্প ও বেলাজ কাচে আছে লিখা
তার নায়িকা হতে হঠাৎ ভালো লাগে !

পৌরুষ-পেশল কার হাত দুটি কাছে আসে !
আঙ্গুলের স্পর্শ দেহে পড়লে পড়ুক !
কৌতূহলী সহস্র চোখ লুকায় আছে ঘাসে
লজ্জা যদি কেউ দেখে তবে দেখুক !

চুম্বন তাহার , স্পর্শ তাহার দিয়ে গেছে আঘাত !
খন্ড খন্ড চূর্ণ চূর্ণ পড়ে থাকে বালিকার ডল
দেহের ভিতর মনের ভিতর ভাঙ্গন সারা রাত !
তুমি হে ঈভ! খেয়েছো কি জ্ঞানবৃক্ষের ফল?

আগের তুমি নেই , তাকে খুজো বৃথা আয়নায় !
উড়ে গেছে মেয়েবেলার সব ক'টি ফানুশ
নারী দেহে বালিকারে এখন খোজা দায় ,
নিয়ে গেছে তারে কালের পুরুষ !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.