নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্ব

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৪


প্রতিবিম্ব সৃষ্টিকারী স্বচ্ছ বস্তুর মতন ভীতিসঞ্চার
আর কোনো কিছুই করে না ;
গাড়ির ক্ষুদ্র রিয়ার-ভিউ মিরর , আলমিরা-ড্রেসিং টেবিলের আয়না সুবিশাল ,
দৈনন্দিন ব্যবহৃত বেনামা মসৃণ-পৃষ্ঠ কিংবা রেস্টুরেন্টের চকচকে গ্লাসের শরীর
এইসব,
যা কিছুই ফেরাক না কেন , হোক অবিকল প্রতিকৃতি কিংবা বিকৃত রূপায়ণ ,
বারবার ফিরে আনে সেই একই সন্ত্রাস , একই দৃশ্য ভয়াবহ :
ভাঙ্গা সিড়ির মতন অবিন্যস্ত-
বেখাপ্পা-
নিরুদ্দিষ্ট দুই গোলক ;
চিলেকোঠার ধূলোবালির চেয়ে দ্বিগুণ অবহেলা সেই গোলকদ্বয়ে জমে আছে ;
কুষ্ঠরোগে পরাজিত রোগীর ব্যর্থতায় প্রাসঙ্গিক মাংসের জ্যামিতি ভরে গেছে ;
ফোটার আগেই ঝরে পড়ার অযোগ্যতায় দুটি করুণ জবা আমার দিকে চেয়ে আছে ;

হৃৎপিণ্ড থেকে মস্তিষ্ক বরাবর নৈরাশ্যের শূল ঢুকে মোচড় দিতে থাকে অবিরত
( প্রত্যাখান অনিবার্য যেমন অনিবার্য হে সুন্দরী তোমার নির্মম বিবমিষা )
মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড বরাবর শূন্যতার শূল ঢুকে ছিন্নভিন্ন করতে থাকে লাল মাংস
( তোমার কোনো দোষ নেই , আমার কোনো দোষ নেই , কারো কোনো দোষ নেই )
আত্মহত্যাকে মা ভেবে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো উপায় থাকে না ;

জননীর গর্ভের নিস্তব্ধতায়
আমার ভেতর থেকে জন্ম নিতে থাকে এক গুচ্ছ আঁধারের মতন নীরব
চীৎ-----------------------------------------------------------------কার !

কৃষ্ণ গহ্বর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.