![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
বিগত প্রভুর লাথির আসক্তিতে পাগল এক কুকুর , দীর্ঘদিন ধরে
দীর্ঘদিন ধরে আলোহীন সব রাস্তার মাঝখানে পায়চারি করে ,
অন্ধকারের কুয়ায় প্রেমিকের উত্তেজনায় খোঁজে কালো বুটের চুম্বন ;
অতীত প্রহারের বিরহে গাল থেকে ঝরা অবিরাম লালায় ডুবে থেকে থেকে
এই নষ্ট , ভ্রষ্ট এবং সর্বোপরি আনন্দখেকো পৃথিবীর উপর আস্থা হারিয়ে
হতাশায় কোনো একদিন লাফিয়ে পড়ে এক লিমোজিনের সামনে ,
অতঃপর গাড়ির মালিক তাকে সুস্থ করে ঘরে পুষে রেখে দিলে
পার্টিতে নিমন্ত্রিত মহিলারা ' কী কিউট কী কিউট ' বলে আহ্লাদে ফেটে পড়ে।
২
রিপ্লাইবিহীন অজস্র মেসেজ আর তাদের নিচে লেখা ' মেসেজ সিন ',
বৃথা অসংখ্য বিকেল পার্কের নিঃসঙ্গ বেঞ্চের সাথে দুঃখের আলাপ করা ,
এবং নিষ্ফল জেনেও অসংখ্য বৃষ্টিস্নাত সন্ধ্যায় অন্ধকারে মুঠোফোন বুকে অপেক্ষা
আর রাস্তায় দৈবাৎ দেখা হয়ে গেলে পৃথিবীর সবচাইতে নির্মম উপেক্ষা :
একদিন যখন হঠাৎ মনে পড়ে যাবে এসব , এসব অবিস্মরণীয় অনুভব ,
একদিন ঠিক বাজারের লিস্টি ছিড়ে -ছুড়ে , খামবন্দি অসংখ্য সিভি জানালা থেকে ফেলে
এই কবিতাটি পকেটে ভরে চলে যাবো স্টেশনের ব্যস্ততম ট্রেনটির নিচে ;
ময়নাতদন্তে উদ্ধারকৃত সেই কবিতা নিউজপোর্টালে ফেসবুকে ছড়িয়ে পড়লে
সে ও তার বান্ধবীসমেত সবাই ' পার্ভার্ট ! ' বলে ঘৃণায় ফেটে পড়বে।
সেইদিন নিশ্চয়ই বেঁচে যাওয়া সেই কুকুরের চাইতে আমি বেশি সুখী হবো।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা।