নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

এইসব ক্রুশরাত্রি

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩



নগরে এখন সন্ধ্যা ; ফিরে আসা শুধুশুধু তাই এই ঘরে
ঝুলে থাকা মশারির বিষণ্ণ পেরেকে -
ছাদ স্পর্শ করা অবসাদের অসার কাষ্ঠদন্ডে
ক্রুশবিদ্ধ হতে। সহজেই অথচ লাফিয়ে পড়া যায়
ডবল ডেকার বাসের সামনে কিম্বা ব্রিজের উপর থেকে
ধূসর কংক্রিটে ; অথবা দরজা বন্ধ করে রশি আর ফ্যানের সাহায্যে
দিব্যি ঝুলে থাকা যায় ধ্যানমগ্ন বাদুরের মত
অনন্ত নির্বাণে । তবু জীবনের মত কোনো কিছু
ফিসফিস করে হৃদয়ের ভিতর সম্ভাবনার কথা
বলে ; বলে এবং বলতে থাকে। বলেঃ

এখনো অনেকগুলো ক্ষতে লবণ ছিটানো বাকি
তারা তোমার দিকেই চেয়ে আছে, তুমি কি তাদের জাগাবে না?
দেখবে এবার ঠিক ঠিক স্নায়ুতে এমন আর্তনাদ উঠবে যে ,
তুমি তোমার ঘরের ভিতরে বসেই পিংক ফ্লয়েডের কনসার্টে চলে যাবে ,
দেখবে এবার ঠিক ঠিক কোষে এমন প্রলয়লীলা ঘটে যাবে যে ,
তুমি তোমার ঘরের ভিতর বসেই হোয়াইট হাউসে চলে যেতে পারবে ,
দেখবে এবার ঠিক ঠিক স্মৃতিতে এমন ধাক্কা লাগবে যে ,
তুমি তোমার ঘরের ভিতর বসেই নিতে পারবে ব্রেসিয়ারের সজীব সুঘ্রাণ,
তুমি কি সেটা চাও না? যদি চাও তবে বাঁচো , তবে বাঁচো
জীবনে ব্যথা পাবার সম্ভাবনা কখনোই ফুরিয়ে যায় না । ব্যথায় আস্থা হারিয়ো না।

নগরে এখন রাত। আমি ক্রুশকাঠে ঝুলে আছি ।
দুই হাতের ছিদ্রাল তালুর ভিতরে শত জোঁকের বিস্তার
ঝুলন্ত শরীরে হাড়ে হাড়ে এক অনিবার্য ক্ষয়ের সংবাদ
দুই চোখের কোটরে অনিদ্রার ধূসর পাথর
সত্ত্বার কোমল সব পথে একরোখা হাইহিলের আচড়
এইসব।

টের পাই। অনুভব করি চতুর্দিকে ধেয়ে আসে
চার্চের ঘণ্টার প্রতিধ্বনি , বাইবেলের কোরাস ;
আমার অতীত খন্ড খন্ড হয়ে লুটায় আমার ভাঙ্গা পায়ে ;
আমার প্রেমিকা মাতামেরির মত বুলোয় আমার ক্ষতে তার
মায়াবী আঙ্গুল । মনে হয় ঈশ্বরের ডানপার্শ্বে অবস্থান ।

অতঃপর জীবন আমাকে ফিসফিস করে বলে ,
আজকের জন্য আর নয়। এখন ঘুমিয়ে পড়ো।

নগরে এখন ভোর। নগরে এখন ঘুম।
চোখের কোটরে ক্ষতগুলো স্বপ্নে দেখে
আগামী সন্ধ্যায় ক্রুশবিদ্ধ আমার নন্দিত মুখ।
কানের লতিতে জীবনের স্বর বসে থেকে বলেঃ
তবে বাঁচো , তবে বাঁচো, তবে বাঁচো।

অথচ কত সহজেই কত সহজেই......
সহজেই অথচ লাফিয়ে পড়া যায়
ডবল ডেকার বাসের সামনে কিম্বা ব্রিজের উপর থেকে
ধূসর কংক্রিটে ; অথবা দরজা বন্ধ করে রশি আর ফ্যানের সাহায্যে
দিব্যি ঝুলে থাকা যায় ধ্যানমগ্ন বাদুরের মত অনন্ত নির্বাণে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: এই কবিতার পরিপূর্ণ আবহ আমাকে মুগ্ধ করেছে। এত কথা, এত দৃশ্য!! অসাম।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ। আপনাকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এই যে, আপনি সেই স্বল্পসংখ্যক মানুষদের একজন যারা নিয়মিত তুচ্ছতম সব ব্লগও পড়ে লেখককে মতামত জানান। যার মাধ্যমে এই তুচ্ছতম ব্লগের ব্লগারদের মাঝেও এক আগ্রহ ও উদ্দ্যমের বীজ রোপিত হয়; যা তাদেরকে তুচ্ছতম থেকে সম্ভাবনাময়ী হয়ে উঠতে বিশেষ প্রণোদনা দেয়। আমার লেখাতে আপনার নিয়মিত মতামত জ্ঞাপনে আমার ঠিক এটাই মনে হয়েছে।আপনি এভাবেই সক্রিয় আর প্রাণবন্ত থাকুন দাদা।ভালো থাকবেন।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

fa siam বলেছেন: নতুন এই ব্লগারের কাছ থেকে নিন অফুরন্ত ভালবাসা চমৎকার কবিতাটির জন্য

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ হৃদয় থেকে।

আমি মনে করি প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু সৃষ্টিশীল বিষয় লুকিয়ে আছে। কেউ সেটা বাইরে প্রকাশ করতে পারে। আবার কেউ সুযোগ বা সময়ের অভাবে পারে না। আমি খুঁজে বেড়াই মানুষের ভিতরের সেই অমূল্যসব বিষয়গুলোকে। হয়তো অনেকে আমাকে পছন্দ নাও করতে পারেন তবুও সময় পেলে আমি চেষ্টা করি মানুষের সাথে কথা বলতে।

মানুষের সাথে মানুষের যোগাযোগ থাকাটি অনেক জরুরী।

এভাবেই আপনাদের সাথে থাকতে চাই।
শুভকামনা আশিক হোসেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

fa siam বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.