নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

রোমন্থন -১ : পাথর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০১



পাথর :
জুন-জুলাই মাসের কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায়
নেশাগ্রস্ত বাতাসের ধাক্কায় খসে গেলে সহসা তোমার খোপা ;
মনে পড়ে
সেইদিন পড়ন্ত হেয়ার নিডেল ফের তোমাকে ফিরিয়ে দিতেই
তুমি সেই সুচালো লৌহশলাকা দিয়ে ধীরে ধীরে খোদাই করে দিলে
স্বর্ণালী স্বাক্ষর ; একখন্ড কোমল পাথরে ।

পাথর :
বিপুল প্লাবন আর ধূলির অভেদ্য স্তূপের নিচে কোথায় রয়েছে এখন
সেই পৌরাণিক পাথর ? সমগ্র বছর এই শহরের কোথাও কেউ আমাকে
তার খোঁজ পারে না দিতে । তবু খোঁজ করা বৃথা। কেননা সে এমনেই
ফিরে আসে।

পাথর :
জুন জুলাই মাসের কোনো এক জাতিস্মরাক্রান্ত সন্ধ্যায়
নেশাগ্রস্ত বাতাস যখন এই রাস্তায় ছড়ায় ত্রাসের সংবাদ , এবং
আমার সহপথিকেরা পিপড়ের মতন ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক ওদিক
তখন আমি মর্ষকামীদের মতন ঈশ্বরের কাছে প্রার্থনা করি চরম বর্ষণ ;
স্মৃতির ওরসে গর্ভবতী জুন-জুলাই মাসের মেঘ যখন যোনী মেলে ধরে
আমি তান্ত্রিকের মতন দুই হাত মেলে ধরি আকাশের দিকে
এবং মেঘের খরস্রোতা নিঃসরণ ঢুকিয়ে নেই সমগ্র সত্ত্বায় ;
এভাবে স্মৃতির তরল বারুদে আমার এই শরীরের চামড়া ভিজে গেলে
তোমার সেইসব দৃশ্যাবলির পৌনঃপুণিক ঘর্ষণে
চন্দ্রাহত আগুনের মতন জেগে ওঠে একটি স্বাক্ষর :
ক্ষয়হীন এবং অবিনশ্বর - একখন্ড কঠিন অমসৃণ পাথরে ;

একখন্ড কঠিন অমসৃণ পাথর :
বাম পাজরের নিচে যা থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.