![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা, তোমার হাতে কি?
--চুড়ি
নাকে?
--নাকফুল
এর মানে জানো?
--কি? আমার বিয়ে হয়ে গেছে এটাইতো, তাইনা?
হ্যা।তবে বিয়ে হওয়া মানে কি সেটা জান তো?
--কি?
স্বাধীনতা হারানো।এখন আর যখন ইচ্ছা তখন বন্ধুদের সাথে কথা করতে পারবে না।গল্প করতে পারবে না।চাইলেই দেখা হবেনা।নতুন এক বন্ধনে জড়িয়ে যেতে হবে।সে বন্ধনটাকে টিকিয়ে রাখতে তোমাকে অনেক কষ্ট করতে হবে।জীবনের অর্ধেকটা সময় পার করে দিতে হবে।সবার মন জয় করতে হবে।তোমার কৈশোরের সকল পাগলামী ছেড়ে দিয়ে তোমাকে সংসারী হতে হবে।
.
এত কিছুর মাঝে হয়ত বন্ধুদের কথা একবার মনে পড়তে পারে,ছোটবেলার ফড়িং ধরার স্মৃতি মনে হানা দিতে পারে।কিন্তু তাও অল্প সময়ের জন্য।পরক্ষনেই,শাশুড়ির চিৎকার চেঁচামেচি শোনা যাবে সেই ভয়ে তোমাকে অল্প সময়েই তোমার ভাবনার খাতা গুটিয়ে ফেলতে হবে।
.
অনেকদিন পর একবার বাড়িতে আসবে।বন্ধুদের সাথে হয়ত একবার দেখা হবে, কখনো বা না দেখেই চলে যেতে হবে।সবার কথা তখন মনেও পড়বে না।নিতান্ত যাদের কথা অন্তরের অন্তস্থঃলে লেখা ছিল তাদের হয়ত একটুখানি মিস করবে।চোখের আড়াল বাকিদের মনে না রাখার অন্তরায় হবে।
.
--ওফফ! চুপ করেন! আপনার কথা আর সহ্য হচ্ছেনা।
.
সহ্য না হওয়ারই কথা।কারন একজন কিশোরীর কাছে এই বিষয়গুলো মেনে নেওয়া অনেক কঠিন।সবাই তো স্বাধীনতা চায়।নিজের মত করে চলতে চায়।সবাই তো চায় বিয়ের পরেও বন্ধুদের সাথে সম্পর্ক থাকবে, কথা হবে, আড্ডায় বিকেল কাটানো হবে।কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে কয়জন পারে এইসব? ক 'জনের কপালে লেখা থাকে এসব? কন্যা,তোমার স্বামী কি এইসব পছন্দ করে?
.
--হ্যা,উনি এইসব পছন্দ করে।আমাকে খুব ভালবাসে।আমি বিয়ের পরেও আমার বন্ধুদের সাথে কথা বলব,সম্পর্ক রাখব এটাতে উনার কোনো দ্বিমত নেই।
.
ভালোই তো।অনেক সৌভাগ্যবান তুমি।
.
--কিন্তু সবার জীবন যদি আমার মত হত!
.
সবার জীবন তোমার মত হলে পৃথিবীতে কোনো দুঃখ থাকত না।আর সেটা সম্ভবও না।বাস্তবতাটা তো শুধু সুখ কে ঘীরে নয়।সুখ দুঃখ দু'টো নিয়েই।
.
--আমরা কি এর পরিবর্তন আনতে পারিনা?
.
না,আমরা তো বাস্তবতাকে পরিবর্তন করতে পারিনা।কিন্তু আমরা চাইলে আমাদের মন টাকে পরিবর্তন করতে পারি।তোমার স্বামীর মনোভাব আমাদের মাঝে আনতে পারি।তাহলে কিছুটা পরিবর্তন সম্ভব।
.
--ও।
.
সবার মন মানসিকতা যেহেতু এক রকম নয় সেহেতু এটি অনেক কঠিন কাজ।আর সুখ দুঃখ নিয়েই বাস্তবতা।বাস্তবতা পরিবর্তনের ক্ষমতা জীবন আমাদের দেয় নি।আজ কে বিদায়।অন্য কোনোদিন আবার কথা হবে।
.
--ঠিকাছে।বিদায়।
.
@Asif_Mahmud_Antor(Antu Vaiya)
©somewhere in net ltd.